Prajwal Revanna Sex Video Case: 'ভারতে ফিরে আত্মসমর্পণ করো', সেক্স ভিডিয়োকাণ্ডে ভাইপো প্রজ্জ্বল রেভান্নাকে 'পরামর্শ' প্রাক্তন মুখ্যমন্ত্রী কাকা কুমারস্বামীর

সম্প্রতি প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিয়োকাণ্ডে সম্প্রতি নয়া মোড় সামনে আসে। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যে মহিলা অভিযোগ দায়ের করেন,তাঁকে জোর করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাকে ৩ জন হাজির হয়ে ওই মহিলাকে ভয় দেখানো হয় এবং প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অবিযোগ দায়েরের জন্য পীড়াপিড়ি করা হয় বলে অভিযোগ।

HD Kumaraswamy, PRajwal Revanna (Photo Credit: Twitter/ANI)

বেঙ্গালুরু, ২১ মে: প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিয়োকাণ্ডে এবার প্রকাশ্যে সাংবাদিক  সম্মেলন করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (HD Kumaraswamy)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমারস্বামী বলেন, 'প্রজ্জ্বল ফিরে এস ভারতে এবং আত্মসমর্পণ করো। শুধু তাই নয়, ভাইপোকে উদ্দেশ্য করে কুমারস্বামী আরও বলেন, যদি তুমি কিছু না করে থাক, তাহলে ভয় কিসের? কিছু না করে থাকলে, কেন প্রজ্জ্বল পালিয়ে বেড়াচ্ছ? ফিরে এসে, পরিস্থিতির মুখোমুখি দাঁড়াও' বলেও ভাইপোকে আবেদন করেন জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী?

শুনুন কী বললেন কুমারস্বামী...

 

সম্প্রতি প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিয়োকাণ্ডে সম্প্রতি নয়া মোড় সামনে আসে। প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যে মহিলা অভিযোগ দায়ের করেন,তাঁকে জোর করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাকে ৩ জন হাজির হয়ে ওই মহিলাকে ভয় দেখানো হয় এবং প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে অবিযোগ দায়েরের জন্য পীড়াপিড়ি করা হয় বলে অভিযোগ। ওই মহিলার দাবি,জেডিএস নেতার বিরুদ্ধে যাতে অভিযোগ দায়ের করা হয়, তার জন্য চাপ প্রযোগ করা হয় 'নির্যাতিতার' উপর। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়। এমনকী, নির্যাতিতা হিসেবে পরিচিত ওই মহিলা এবং তাঁর পরিবারকে যাতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়,সেই দাবিও জানানো হয়।

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video: মহিলাদের সঙ্গে 'অপরাধ', প্রজ্জ্বল রেভান্না সেক্স ভিডিয়োকাণ্ডে 'মোদী চুপ কেন'? প্রশ্ন রাহুলের

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার (HD Deve Gowda) ছেলে এবং নাতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। কর্ণাটকে জনতা দল (সেকিউলার)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) বিরুদ্ধে তাঁর গৃহে কর্মরত এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। প্রজ্জ্বল রেভান্নার পাশাপাশি তাঁর বাবা তথা হোলেনারাসিপুরের বিধায়ক এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ ওঠে।



@endif