Prajwal Revanna Sex Video Case: যৌন কেলেঙ্কারির আঁচ পেতেই কীভাবে দেশ ছাড়লেন প্রজ্জ্বল রেভান্না? কী জানাল বিদেশ মন্ত্রক

প্রক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না ২০১৯ সালে প্রথমবার কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। এবার জেডিএস এবং বিজেপির জোট প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠতেই বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছছে গেরুয়া শিবিরকে।

Prajwal Revanna (Photo Credit: Twitter)

দিল্লি, ২ মে: প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) সেক্স ভিডিয়োকাণ্ডে (Sex Video) মুখ খুলল বিদেশ মন্ত্রক(MEA)। এস জয়শঙ্করের মন্ত্রকের তরফে স্পষ্ট  জানানো হয়েছে, সেক্স ভিডিয়োকাণ্ডে টালমাটালের মধ্যে দেশ ছাড়ার জন্য প্রজ্জ্বল রেভান্নার তরফে কোনও রাজনৈতিক ছাড়পত্র চাওয়া হয়নি। তেমনই বিদেশ মন্ত্রকের তরফেও এ বিষয়ে কিছু জারি করা হয়নি। বর্তমানে প্রজ্জ্বল রেভান্না জার্মানিতে রয়েছেন বলে খবর। সেক্স ভিডিয়োকাণ্ড প্রকাশ্যে আসার আঁচ পেতেই গত ২৬ এপ্রিল ভারত ছেড়ে জার্মানিতে রেভান্না পালিয়ে যান বলে খবর।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট যাঁদের রয়েছে,জার্মানিতে যাওয়ার জন্য  তাঁদের কোনও দরনের ভিসার প্রয়োজন হয় না। প্রজ্জ্বল রেভান্নার ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video Case: 'যৌন কেলেঙ্কারি নয়, গণধর্ষণ', প্রজ্জ্বল রেভান্না কাণ্ডে তীব্র আক্রমণ রাহুলের

প্রক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না ২০১৯ সালে প্রথমবার কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। এবার জেডিএস এবং বিজেপির জোট প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠতেই বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছছে গেরুয়া শিবিরকে।

যার উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, মহিলাদের উপর অত্যাচার কোনওভাবে মেনে নেওয়া হবে না। যারা এই ঘটনায় যুক্ত,তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে।



@endif