Prajwal Revanna Sex Video Case: অপহরণের অভিযোগ থেকে সাময়িক মুক্তি, অন্তর্বতী জামিন যৌন হেনস্থায় অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নার মায়ের

ওই পরিচারিকা যাতে কোনওভাবে ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে না পারেন, সেই কারণে তাঁকে অপহরণের অভিযোগ ওঠে প্রজ্জ্বল রেভান্নার মা ভবানীর বিরুদ্ধে। প্রথমে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপর প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও দায়ের করা হয় অভিযোগ।

Prajwal Revanna (Photo Credit: Twitter)

বেঙ্গালুরু, ১৮ জুন:  প্রজ্জ্বল রেভান্নার (Prajwal Revanna) মা ভবনী রেভান্নার অন্তর্বতী জামিন মঞ্জুর করল কর্ণাটক হাইকোর্ট। যৌন হেনস্থা ইস্যুতে অভিযুক্ত প্রজ্জ্বলের মা ভবানী রেভান্নার অন্তর্বতী জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে। রিপোর্টে প্রকাশ, গৃহপরিচারিকাকে অপহরণের অভিযোগ ওঠে ভবানী রেভান্নার বিরুদ্ধে। ওই পরিচারিকা যাতে কোনওভাবে ছেলের বিরুদ্ধে সাক্ষী দিতে না পারেন, সেই কারণে তাঁকে অপহরণের অভিযোগ ওঠে প্রজ্জ্বল রেভান্নার মা ভবানীর বিরুদ্ধে। প্রথমে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। এরপর প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও দায়ের করা হয় অভিযোগ। যা নিয়ে শোরগোল শুরু হলে প্রজ্জ্বলের মা ভবানী রেভান্নার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: Prajwal Revanna Sex Video Case: জার্মানি থেকে বেঙ্গালুরুতে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার হতে পারেন সেক্স ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না? রিপোর্ট

প্রসঙ্গত চলতি বছরের মে মাসে কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ (তৎকালীন) প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে যায় জেডিএসের (বর্তমানে বরখাস্ত) এই নোর বিরুদ্ধে।



@endif