Prajwal Revanna Sex Video: 'শিগিরই ফিরে এস', 'পলাতক' নাতি প্রজ্জ্বল রেভান্নাকে সতর্কতা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার
২ পাতার এক খোলা চিঠিতে ৯১ বছর বয়সী রাজনীতিবিদকে নাতি প্রজ্জ্বল সম্পর্কে কঠোর হতে দেখা যায়। দেবেগৌড়া বলেন, কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার জন্য মানুষ তাঁর পরিবার সম্পর্কে আলটপকা মন্তব্য করছেন। প্রজ্জ্বলের জন্য যাঁরা তাঁর পরিবার সম্পর্কে কটূ কথা বলছেন, তাঁদের নিয়ে কুমন্তব্য করার ক্ষমতা তাঁর নেই। তবে প্রজ্জ্বল দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন বলে আর্জি জানান দেবেগৌড়া।
বেঙ্গালুরু, ২৩ মে: প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna) সেক্স ভিডিয়োকাণ্ডে এবার প্রকাশ্যে মুখ খুললেন জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া (Deve Gowda)। নাতি প্রজ্জ্বল রেভান্না যাতে শিগগিরই দেশে ফিরে আসেন, সে বিষয়ে কড়া সতর্কতা শোনা যায় এইচ ডি দেবেগৌড়ার গলায়। প্রাক্তন প্রধানমন্ত্রী নাতিকে সতর্ক করে বলেন, প্রজ্জ্বল শিগগিরই দেশে ফিরুন। শুধু তাই নয়, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, প্রজ্জ্বল যাতে গুরুতর শাস্তি পান, সেই বিষয়ও সাফভাবে জানান জেডিেস নেতা।
২ পাতার এক খোলা চিঠিতে ৯১ বছর বয়সী রাজনীতিবিদকে নাতি প্রজ্জ্বল সম্পর্কে কঠোর হতে দেখা যায়। দেবেগৌড়া বলেন, কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের সাংসদ প্রজ্জ্বল রেভান্নার জন্য মানুষ তাঁর পরিবার সম্পর্কে আলটপকা মন্তব্য করছেন। প্রজ্জ্বলের জন্য যাঁরা তাঁর পরিবার সম্পর্কে কটূ কথা বলছেন, তাঁদের নিয়ে কুমন্তব্য করার ক্ষমতা তাঁর নেই। তবে প্রজ্জ্বল দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন বলে আর্জি জানান দেবেগৌড়া। তিনি প্রজ্জ্বলকে বাঁচানোর চেষ্টা করছেন। নাতির হয়ে লড়ছেন। এমন ভাবনাচিন্তা যদি কেউ করেন, তাহলে সেই চিন্তা থেকে মানুষকে ফেরানোর চেষ্টা তিনি করবেন না। তিনি ঈশ্বর বিশ্বাসী। ওপরওয়ালা সব দেখছেন বলে মন্তব্য করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
দেবেগৌড়া আরও বলেন, এই চিঠির মাধ্যমে প্রজ্জ্বলকে তিনি সতর্ক করতে চান। দাদুর প্রতি সম্মানবোধ যদি তাঁর থাকে, তাহলে প্রজ্জ্বল ফিরে এসে, পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। দেশে আইনের বিধান রয়েছে। আইনের উপর বিশ্বাস রেখে প্রজ্জ্বল লড়ুন বলেও নাতিকে সতর্ক করেন জেডিএস নেতা এইচ ডি দেবেগৌড়া।