Nitish Kumar Hits Back Pavan Kumar Varma: ‘যে দল পছন্দ সেখানে যোগ দিন’ সিএএ-র পরেও কেন বিজেপির পাশে জেডিইউ, প্রশ্ন তোলায় পবন কুমারকে তোপ নীতীশের

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটেই থাকছে জেডিইউ। এই খবর প্রকাশ্যে আসার পরই আসরে নামেন জনতা দল ইউনাইটেডের নেতা পবন কুমার (Pavan Kumar Varma)। তিনি সংশোধিত নাগরিকত্ব আইন ও জোট শরিক বিজেপিকে নিয়ে তোপ দাগতেই পাল্টা আক্রমণ শানান বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। দলীয় নেতা পবন কুমার জোট শরিক হিসেবে বিজেপিকে মানতে পারঠেন না সেই সঙ্গে সিএএ বিরোধিতায় সরব হয়েছেন। এনিয়ে নীতীশ কুমারকে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। আর ধৈর্য রাখতে পারেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পবন কুমার চাইলে জনতা দল ইউনাইটেড ছাড়তে পারেন।

পবন কুমার ভার্মা ও নীতীশ কুমারের ফাইল ছবি(Photo Credits: PTI)

পাটনা, ২৩ জানুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোটেই থাকছে জেডিইউ। এই খবর প্রকাশ্যে আসার পরই আসরে নামেন জনতা দল ইউনাইটেডের নেতা পবন কুমার (Pavan Kumar Varma)। তিনি সংশোধিত নাগরিকত্ব আইন ও জোট শরিক বিজেপিকে নিয়ে তোপ দাগতেই পাল্টা আক্রমণ শানান বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমার (Nitish Kumar)। দলীয় নেতা পবন কুমার জোট শরিক হিসেবে বিজেপিকে মানতে পারঠেন না সেই সঙ্গে সিএএ বিরোধিতায় সরব হয়েছেন। এনিয়ে নীতীশ কুমারকে প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকরা। আর ধৈর্য রাখতে পারেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পবন কুমার চাইলে জনতা দল ইউনাইটেড ছাড়তে পারেন। যেকোনও পছন্দের দলে যোগদান করতে পারেন।

পবন কুমারের নাম না করেই নীতীশ কুমার বলেন, “দলীয় নেতাদের যদি কোনও রকম সমস্যা হয়ে থাকে তবে দলের বৈঠকে তানিয়ে যে কেউ আলোচনা করতে পারেন। কিন্তু এই সব প্রকাশ্য মন্তব্য শুনলে অবাক হওয়ার মতোই ঘটনা ঘটবে। তিনি চাইলে যেকোনও দলে যোগ দিতে পারেন। আমার শুভেচ্ছা রইল তাঁর জন্য।” এক চিঠিতে জোট শরিক বিজেপিকে নিয়ে নীতীশ কুমারের কাছে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পবন কুমার। তিনি লিখেছেন, “বিজেপি আরএসএস একসঙ্গে বিবিধ কাণ্ড ঘটাচ্ছে, তানিয়ে আপনিও উদ্বেগ প্রকাশ করেছেন। এগুলি যদি আপনার প্রকৃত চিন্তার কারণ হয় তাহলে বিহারের বাইরে বিজেপির সঙ্গে জেডিইউর কোনও সম্পর্ক থাকতে পারে না। আমি বুশতে পারছি না কেন আপনি একাজ করছেন, যখন অকালি দলের মতো জোট শরিকরাও বিজেপির বিজেপির নির্দেশ মানতে রাজি হচ্ছে না। সিএএ-এনআরসি-এবপিআর নিয়ে যখন সবাই বিজেপি বিরোধিতায় মুখর, তখন জেডিইউ কেন তাদের সঙ্গ ছাড়ছে না?” আরও পড়ুন-Sudarsan Pattnaik: পুরীর সৈকতে ফুটে উঠল দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্রের প্রতিমূর্তি, শ্রদ্ধা জানালেন বালু শিল্পি সুদর্শন পট্টনায়েক

এই চিঠি পেয়েই পবন কুমারের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন নীতীশ কুমার। আগে সংসদে যখন নাগরিকত্ব সংসোধনী বিলের স্বপক্ষে জেডিইউ ভোট দিল তখনই ক্ষোভ প্রকাশ করে এর বিরোধিতা করেছিলেন পবন কুমার। তিনি বলেছিলেন এই বিল বর্জনীয়। তাঁর অভিযোগ, সিএএ-র সমর্থন করবে না ডেজিইউ, তা আগেই এক বৈঠকে ঘোষণা করেছিলেন নীতীশ কুমার। যদিও পরে তিনি তাঁর অবস্থান বদলে ফেলেন। অভিযোগ করেন পবন কুমার ভার্মা। সিএএ-র সমর্থনে জেডিইউ যখন সংসদে বিজেপির পাশে দাঁড়িয়েছে। তখন বিহারে এনআরসি হবে না এই মর্মে ঘোষণাও করে দিয়েছেন পবন কুমার ভার্মা।