Hardeep Singh Puri On New Parliament Building: নয়া সংসদ ভবনের বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় হরদীপ সিং পুরীর, দেখুন ভিডিয়ো কী বললেন তিনি

আগামী ২৮ মে ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যে সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল।

Photo Credits: ANI & PTI

নয়াদিল্লি: আগামী ২৮ মে ভারতের নয়া সংসদ ভবনের উদ্বোধন (Inauguration of India's new parliament building) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ইতিমধ্যে সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস (Congress)-সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল।

শুক্রবার এই প্রসঙ্গে তাদের তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী  ও বিজেপি সাংসদ হরদীপ সিং পুরী (Union Minister & BJP Leader Hardeep Singh Puri)। ১৯৪৭ সালে আমেরিকার টাইম ম্যাগাজিনে (Time Magazine of America) প্রকাশিত একটি প্রবন্ধ (article) দেখিয়ে বিষয়টি সম্পর্কে সবাইকে খোঁজ খবর করার অনুরোধ করেন।

এপ্রসঙ্গে তিনি বলেন, "১৯৪৭ সালে আমেরিকার টাইম ম্যাগাজিনে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। যারা নতুন সংসদ ভবনের উদ্বোধনের বিরোধিতা করছে তাদের এই প্রবন্ধটা পড়ে দেখুন আর জানুন (gain knowledge) সেঙ্গোলের প্রতীক কী (symbolism of 'Sengol')? এবং ১৯৪৭ সালে কী হয়েছিল?"

দেখুন ভিডিয়ো:



@endif