Amit Shah Attacks Congress: ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে 'প্রি-পেড সিএম' বলে কটাক্ষ, ভিডিয়োতে শুনুন অমিত শাহের বক্তব্য
শুক্রবার ছত্তিশগড়ের কবীরধামে আয়োজিত বিজয় সংকল্প মহার্যালিতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কবীরধাম: শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh) কবীরধামে (Kabirdham) আয়োজিত বিজয় সংকল্প মহার্যালিতে (Vijay Sankalp Maharally) বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস (Congress) ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে (Bhupesh Baghel) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। মন্তব্য করতে গিয়ে ভূপেশ বাঘেলকে প্রি-পেড মুখ্যমন্ত্রী (pre-paid CM) বলেও কটাক্ষ করেন তিনি।
এপ্রসঙ্গে তিনি বলেন, "ভূপেশ বাঘেল ছত্তিশগড়ের মানুষকে লুটপাট করছে। যে ব্যক্তি নিজের রাজনীতির (politics) উন্নয়ন (develop) করতে চায় সে ছত্তিশগড়ের কল্যাণ (welfare) করতে পারে না। উনি হলেন কংগ্রেসের 'প্রি-পেইড সিএম'। যেভাবে প্রি-পেইড সিমে টাকা শেষ হলে সিম কার্ড কাজ করা বন্ধ করে দেয়, একইভাবে এই মুখ্যমন্ত্রীর সময় শেষ হবে যখন টাকা শেষ হবে। তিনি পাঁচ বছরে অনেক কেলেঙ্কারি (scams) করেছেন যাতে তাঁর সময় শেষ না হয়।"
দেখুন ভিডিয়ো:
ছত্তিশগড়ের ভোটারদের কাছে আবেদন জানিয়ে অমিত শাহ আরও বলেন, "আপনারা সবাই যখন ভোট দিতে যাবেন, বিধায়ক বা বিধায়ককে মন্ত্রী বানাতে ভোট (vote) দেবেন না। আপনার ভোট ছত্তিশগড়ের ভবিষ্যৎ (future) তৈরি করে। আপনার ভোট নকশালবাদের (Naxalism) অবসান ঘটাতে এবং আদিবাসী অঞ্চলকে (Adivasi region) একটি উন্নত অঞ্চলে পরিণত করতে হবে।" আরও পড়ুন: Snake Venom: এলভিসের বিরুদ্ধে FIR-এ তোলপাড়, সাপের বিষের নেশা কী? ভয়ানক এই নেশায় কী কী হতে পারে দেখুন
দেখুন ভিডিয়ো: