Rahul Gandhi Reacts To PM Modi's Address In Lok Sabha: নেহরু পাকিস্তান কংগ্রেস বাদ দিয়ে দেশের অর্থনীতির কথা ভাবুন, মোদিকে পাল্টা কটাক্ষ রাহুলের
সবসময় গান্ধী পরিবার ও জওহরলাল নেহরুর নামে দায় না ঝেরে এবার বেকারত্ব দূর করার কথা ভাবুক বিজেপি সরকার। নতুন কর্মসংস্থানের কথা বলুক। বৃহস্পতিবার লোকভায় (Lok Sabha) বিরোধী কংগ্রেসকে একাহত নেন নরেন্দ্র মোদি। তারপরই ক্ষোভ উগরে দেন রাহুল (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, জনসমক্ষে বারবার পাকিস্তান প্রসঙ্গ টেনে আসলে প্রধানমন্ত্রী বেকারত্ব ও অর্থনীতির মন্দা গতি রোধের প্রসঙ্গ এড়াতেই ব্যস্ত থাকেন। তিনি বলেন, “আজকের সব থেকে বড় সমস্যাই হল বেকারত্ব ও কর্মসংস্থান। প্রধানমন্ত্রীকে যখনই এই বিষয়ে জিক্ষাসা করা হয়েছে তখনই তিনি মুখে কুলুপ এঁটেছেন। দেশের দুরূহ সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোই প্রধানমন্ত্রীর নিজস্ব স্টাইল। তিনি জওহরলাল নেহরু, কংগ্রেস, পাকিস্তান নিয়ে কথা বলবেন, কিন্তু সমস্যা নিয়ে নয়।”
নতুন দিল্লি, ৬ ফেব্রুয়ারি: সবসময় গান্ধী পরিবার ও জওহরলাল নেহরুর নামে দায় না ঝেরে এবার বেকারত্ব দূর করার কথা ভাবুক বিজেপি সরকার। নতুন কর্মসংস্থানের কথা বলুক। বৃহস্পতিবার লোকভায় (Lok Sabha) বিরোধী কংগ্রেসকে একাহত নেন নরেন্দ্র মোদি। তারপরই ক্ষোভ উগরে দেন রাহুল (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, জনসমক্ষে বারবার পাকিস্তান প্রসঙ্গ টেনে আসলে প্রধানমন্ত্রী বেকারত্ব ও অর্থনীতির মন্দা গতি রোধের প্রসঙ্গ এড়াতেই ব্যস্ত থাকেন। তিনি বলেন, “আজকের সব থেকে বড় সমস্যাই হল বেকারত্ব ও কর্মসংস্থান। প্রধানমন্ত্রীকে যখনই এই বিষয়ে জিক্ষাসা করা হয়েছে তখনই তিনি মুখে কুলুপ এঁটেছেন। দেশের দুরূহ সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোই প্রধানমন্ত্রীর নিজস্ব স্টাইল। তিনি জওহরলাল নেহরু, কংগ্রেস, পাকিস্তান নিয়ে কথা বলবেন, কিন্তু সমস্যা নিয়ে নয়।”
এদিকে বুধবার দিল্লির একটি নির্বাচনী জনসভায় রাহুল বলেন যে দেশের বেকাররা আর কয়েক মাস পর মোদিকে ডান্ডা দিয়ে মারবেন। সেই কথার জবাবে এদিন লোকসভায় প্রধানমন্ত্রী বলেন, “আমি শুনেছি একজন বিরোধী সাংসদ বলেছেন যে তরুণরা আর ছয় মাস পর আমাকে ডান্ডা দিয়ে মারবে। আমি তো ঠিক করেছিল সূর্য নমস্কার আরও বেশি করে করব। যাতে এইসব গালাগাল সহ্য করার জন্য আমার পিঠ আরও শক্ত হয়ে যায়। গত দশ বছরে আমি এত গালাগাল সহ্য করেছি, যে এখন এইসব নেগেটিভিটি আমাকে স্পর্শ করতে পারে না।” মোদির কথা শেষ হতে প্রতিবাদ করতে উঠে দাঁড়ান রাহুল। তাঁর কথা শোনা না গেলেও প্রধানমন্ত্রী তাঁকে দেখে ফের বলেন, “আমি এখানে ৩০-৪০ মিনিট ধরে কথা বলছি। আর এতক্ষণে সেখানে কারেন্ট গিয়ে পৌঁছাল। কিছু টিউবলাইট হয়ই এরকম।” আরও পড়ুন-Donald Trump Impeachment Trial: ইমপিচমেন্টে বেকসুর খালাস, ফের প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
এদিন বেকারত্ব নিয়ে প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি যখন সরকারের অর্থনৈতিক সাফল্যের বিবরণ দিচ্ছেন, বিরোধীরা চেঁচিয়ে বলেন, বেরোজগারি নিয়ে কিছু বলছেন না কেন? তিনি বলেন, “বিরোধীরা যে আমার ওপরে আস্থা রেখেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ।” পরে হেসে বিরোধীদের উদ্দেশে বলেন, “আমরা চাই, আপনারা বেকার হয়ে থাকুন।” বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা যত কঠিন পরিশ্রম করব, আপনারা তত বেকার হয়ে পড়বেন। আপনাদের করার কিছু থাকবে না।”