IPL Auction 2025 Live

Rajinikanth: পেরিয়ারের সমাবেশে রাম-সীতার নগ্ন ছবি সংক্রান্ত মন্তব্যের জন্য ক্ষমা চাইব না, জানালেন রজনীকান্ত

সমাজ সংস্কারক পেরিয়ার ওরফে ইভি রামস্বামী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করলেন দক্ষিণী অভিনেতা রাজনীতিক রজনীকান্ত (Superstar Rajinikanth)। তিনি জানান, “পেরিয়ার ৭১ সালের এক জনসমাবেশে ভগবান রামচন্দ্র সীতার নগ্ন ছবি প্রকাশ করে তাতে জুতোর মালা পরিয়েছিলেন। এই ঘটনা সত্যিই ঘটেছিল। সংবাদ মাধ্যমের কাছেও তার তথ্য রয়েছে। আমি নিজে কিছু বিকৃত করে বলছি না। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই।” মঙ্গলবার চেন্নাইতে নিজের বাসভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই বলেন তিনি। গত ১৪ জানুারি তামিল ম্যাগাজিন তুঘলকের ৫০ বর্ষ পূর্তির অনুষ্ঠান ছিল। সেখানেই আমন্ত্রিত ছিলেন রজনীকান্ত।

রজনীকান্থ(Photo Credits: IANS)

চেন্নাই, ২১ জানুয়ারি: সমাজ সংস্কারক পেরিয়ার ওরফে ইভি রামস্বামী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করলেন দক্ষিণী অভিনেতা রাজনীতিক রজনীকান্ত (Superstar Rajinikanth)। তিনি জানান, “পেরিয়ার ৭১ সালের এক জনসমাবেশে ভগবান রামচন্দ্র সীতার নগ্ন ছবি প্রকাশ করে তাতে জুতোর মালা পরিয়েছিলেন। এই ঘটনা সত্যিই ঘটেছিল। সংবাদ মাধ্যমের কাছেও তার তথ্য রয়েছে। আমি নিজে কিছু বিকৃত করে বলছি না। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই।” মঙ্গলবার চেন্নাইতে নিজের বাসভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই বলেন তিনি। গত ১৪ জানুারি তামিল ম্যাগাজিন তুঘলকের ৫০ বর্ষ পূর্তির অনুষ্ঠান ছিল। সেখানেই আমন্ত্রিত ছিলেন রজনীকান্ত। বক্তব্য রাখার সময় পেরিয়ারের প্রসঙ্গ উঠতেই একথা বলেন রজনীকান্ত।

এরপর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে কিন্তু পেরিয়ার ভক্তরা রজনীকান্তের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভের বহিঃপ্রকাশে ইতি টানেনি। রজনীকান্ত বলেছিলেন, “১৯৭১ সালে সালেমে সমাজকর্মী পেরিয়ারের নেতৃ্ত্বে একটি মিছিল বেরোয়। সেই মিছিলে রাম ও সীতার নগ্নছবি রাখা হয়ছিল। তাঁদের গলায় ঝুলছিল জুতোর মালা। এনিয়ে সেই সময় কোনও সংবাদ মাধ্যমই খবর করেনি।” আরও পড়ুন-Davinder Singh: হিজবুল জঙ্গিদের আশ্রয় দিয়ে আগেই বরখাস্ত হয়েছেন, এবার মেডেল খোয়ালেন দাভিন্দর সিং

এদিকে পেরিয়ার সম্পর্কিত এই খবর প্রকাশ্যে আসতেই সরগরম তামিলনাড়ু। ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতোর। বর্ষীয়ান অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে পেরিয়ারের অনুগামীরা। পেরিয়ারকে অপমান করতেই একথা বলেছেন রজনীকান্ত, এমন দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছে ডিভিকে। যদি তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রজনীকান্ত এখনই ক্ষমা না চান, তাহলে অভিনেতার আসন্ন ছবি ‘দরবার’ যখন মুক্তি পাবে তখন প্রেক্ষাগৃহের বাইরে চলবে লাগাতার বিক্ষোভ আন্দোলন। এমন হুমকিও দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন সংগঠন তামিল সুপারস্টারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে। মঙ্গলবার রজনীকান্তের কুশপুতুলও দাহ করল সমাজকর্মীদের একটি দল। তবে এতকিছুর পরেও অভিনেতার সাফ দাবি, “দুঃখিত আমি ক্ষমা চাইব না।”