Sharad Pawar On Government Formation: ভাইপো অজিতের সিদ্ধান্ত ব্যক্তিগত, এনসিপি-র নয়, বললেন শরদ পাওয়ার; পেছন থেকে ছুরি মেরেছে, দাবি শিবসেনার
সাত সকালেই চমক। মহারাষ্ট্রে (Maharastra) সরকার গঠনে নাটকীয় মোড়। এনসিপি (NCP)-র সঙ্গে জোট বেধে মহারাষ্ট্রে সরকার গড়ল বিজেপি (BJP)। আজ সকালেই দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis)। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এনসিপি নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার (Ajit Pawar)। রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান। যদিও ভাইপোর এই সিদ্ধান্তে তাঁর বা এনসিপির কোনও ভূমকা নেই বলে জানিয়েছেন শরদ পাওয়ার। তিনি জানিয়ে দেন, এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত। টুইটে তিনি লেখেন, "মহারাষ্ট্র সরকার গঠনে বিজেপিকে সমর্থন করার জন্য অজিত পাওয়ারের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) নয়। আমরা তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন বা অনুমোদিন দিচ্ছি না। যথাসময়ে সব রেকর্ড দেওয়া হবে।"
মুম্বই, ২৩ নভেম্বর: সাত সকালেই চমক। মহারাষ্ট্রে (Maharastra) সরকার গঠনে নাটকীয় মোড়। এনসিপি (NCP)-র সঙ্গে জোট বেধে মহারাষ্ট্রে সরকার গড়ল বিজেপি (BJP)। আজ সকালেই দ্বিতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis)। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এনসিপি নেতা তথা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার (Ajit Pawar)। রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান। ভোর ৫.৪৭ নাগাদ তন্দ্রাচ্ছন্ন মারাঠা ভূম থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয়। যদিও ভাইপোর এই সিদ্ধান্তে তাঁর বা এনসিপির কোনও ভূমকা নেই বলে জানিয়েছেন শরদ পাওয়ার। তিনি জানিয়ে দেন, এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত। টুইটে তিনি লেখেন, "মহারাষ্ট্র সরকার গঠনে বিজেপিকে সমর্থন করার জন্য অজিত পাওয়ারের সিদ্ধান্ত তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) নয়। আমরা তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন বা অনুমোদিন দিচ্ছি না। যথাসময়ে সব রেকর্ড দেওয়া হবে।"
এদিকে শরদ পাওয়ারের সমর্থনে কথা বলেছে শিবসেনা (Shiv Sena)। দলের সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Rout) বলেন, অজিত পাওয়ার পেছন থেকে পিঠে ছুরি চালিয়েছে। তিনি বলেন, "মহারাষ্ট্রের মানুষের পিঠে এই ছুরি মারা হয়েছে। অজিত পাওয়ার গতকাল রাত ৯টা পর্যন্ত বৈঠকে ছিলেন। তবে হঠাৎ তিনি কোথায় চলে যান। তারপর থেকেই চোখে চোখ রেখে কথা বলছিলেন না। আমার সন্দেহ হয়েছিল।" শিবসেনা সাংদ আরও জানান যে এই সিদ্ধান্তে পেছনে শরদ পাওয়ারের কোনও ভূমিকা নেই। আরও পড়ুন: Maharastra: সাত সকালেই চমক, দ্বিতীয়বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিশ, ডেপুটি হলেন এনসিপি-র অজিত পাওয়ার
তিনি বলেন, "উদ্ধব ঠাকরেজি এবং শরদ পাওয়ারজি-র মধ্যে কথা হয়েছে। আজ তাঁরা দেখা করবেন। এক সঙ্গে সাংবাদিক বৈঠক করতে পারেন। তবে আসল বিষয়টি হল অজিত পাওয়ার এবং তাঁকে সমর্থন করা বিধায়করা ছত্রপতি শিবাজি মহারাজ এবং মহারাষ্ট্রকে অপমান করেছেন। এই কাজের জন্য তাঁকে ক্ষমা করবে না কেউ।"