Digvijaya Singh on Love Jihad Row: ‘বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি ও শাহনওয়াজ হোসেনর স্ত্রী হিন্দু, এটাও নিশ্চয় লাভ জিহাদ?’ মুখ খুললেন দিগ্বিজয় সিং

লাভ জিহাদ প্রসঙ্গে এবার বিজেপিনেতা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি ও বিজেপি নেতা সৈদয় শাহনওয়াজ হোসেনকেই নিশানা করলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয়ং সিং (Digvijaya Singh)। তিনি বলেন, “যদি মুসলিম যুবকের হিন্দু মহিলাকে বিয়ে করার ঘটনা লাভ জিহাদ হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য মুখতার আব্বাস নাকভি হিন্দু মহিলাকে বিয়ে করেছেন। আবার বিজেপি নেতা শাহনওয়াজ হোসেনের স্ত্রীও হিন্দু। তাহলে এই দুই বিবাহও লাভ জিহাদ।” সংবাদ মাধ্যম টাইমস নাউ প্রবীণ কংগ্রেস নেতার এহেন মন্তব্যের ভিডিওটি শেয়ার করেছে।

দিগ্বিজয় সিং (Photo Credits: PTI)

ভোপাল, ৩০ অক্টোবর: লাভ জিহাদ প্রসঙ্গে এবার বিজেপিনেতা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি ও বিজেপি নেতা সৈদয় শাহনওয়াজ হোসেনকেই নিশানা করলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয়ং সিং (Digvijaya Singh)। তিনি বলেন, “যদি মুসলিম যুবকের হিন্দু মহিলাকে বিয়ে করার ঘটনা লাভ জিহাদ হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য মুখতার আব্বাস নাকভি হিন্দু মহিলাকে বিয়ে করেছেন। আবার বিজেপি নেতা শাহনওয়াজ হোসেনের স্ত্রীও হিন্দু। তাহলে এই দুই বিবাহও লাভ জিহাদ।” সংবাদ মাধ্যম টাইমস নাউ প্রবীণ কংগ্রেস নেতার এহেন মন্তব্যের ভিডিওটি শেয়ার করেছে। তিনি আরও বলেন, হিন্দু মুসলিমের নামে বিদ্বেষ ছড়ানো ভিন্ন বিজেপির কাছে আলোচনার জন্য আর কোনও অ্যাজেন্ডা নেই। আরও  পড়ুন-Coronavirus Cases In India: শুক্রবার ভারতের মোট করোনা সংক্রামিত প্রায় ৮১ লাখের কোঠায়, মৃত্যু মিছিলে শামিল ১,২১,০৯০

কয়েকদিন আগেই বিতর্কিত মন্তব্য করে আলোচ্য হয়ে উঠেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি এক মহিলা বিজেপি প্রার্থীকে নিয়ে বিরূপ ও যৌনগন্ধী মন্তব্য করেন। রাজ্যের ডাবরা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ইমারতি দেবী। তাঁর সম্পর্কে কমলনাথের মন্তব্য ‘আইটেম।’ গতমাসে জুয়েলারি সংস্থা তনিষ্ক একটি অ্যাড ফিল্ম প্রাকশ করেন। যেখানে এক হিন্দু তরুণীর বিয়ে হচ্ছে মুসলিম যুবকের সঙ্গে। এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় শেয়ার হলে নেটিজেনদের দারুণ সমালোচনার মুখে পড়ে। ভিডিওটিকে কট্টরবাদীরা লাভ জিহাদ আখ্যা দেয়। এনিয়ে দেশজুড়ে এমন তোলপাড় শুরু হয় যে তনিষ্ক বিজ্ঞাপনটি ফিরিয়ে নিতে বাধ্য হয়।