Congress leader Kanhaiya Kumar (Photo/ANI)

পাটনা, ২৭ জুন: সরকার যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে খেলছে। রবিবার অগ্নিপথ ইস্যুতে (Agnipath Scheme) এই ভাষাতেই কেন্দ্রের সমালোচনা করলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। তিনি বলেন, "এই অগ্নিপথ প্রকল্পের বাস্তবায়নের ফলে দেশের যুবসাজের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকেছে। আগামী দিনে এর পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপোষ করতে হবে।"

রবিবার পাটনায় দলের সদর দপ্তর থেকে তিনি আরও বলেন, "প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন। ব্যাপক প্রতিবাদের পরে, এই সরকার প্রতিরক্ষা প্রধানদের নিয়ে এসেছে এই প্রকল্পের সুরক্ষা এবং এর সুবিধাগুলি ব্যাখ্যা করার জন্য... প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন যে কেন্দ্র স্থায়ী কর্মীদের নিয়োগ বন্ধ করেছে এবং তারা 'অগ্নিবীরদের' পরিষেবা নেবে (যেহেতু প্রকল্পের সুবিধাভোগীরা এর পরিবর্তে) ডাকা হবে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক প্রক্রিয়া।" আরও পড়ুন-GST Council Meet 2022: ক্যাসিনো, ঘোড়দৌড়ের মতো অনলাইনে গেমে এবার জিএসটি

কানহাইয়া কুমারের দাবি, আজ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওাত জীবিত তাকলে এই অগ্নিপথ প্রকল্প কিছুতেই বলবৎ হত না। আপনাদের মনে আচে নিশ্চয়,  যখন নরেন্দ্র মোদি সরকার দেশে নোটবন্দি জারি করেছিল। সেই সময় দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তিনি মাত্র ৫০ দিন সময় চেয়েছিলেন। তিনি জাপানে গিয়েছিলেন। অগ্নিপথ প্রকল্পের পরে, আমরা জানতে পেরেছি যে তিনি জার্মানিতে আছেন। প্রতিবারই তিনি দেশের জন্য ভুল নীতি নিয়ে ভাস্কো ডা গামার মতো বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন। কংগ্রেস সর্বদা দেশের প্রতিরক্ষা সংস্কারের পক্ষে আছে কিন্তু এনডিএ সরকার দেশপ্রেমিকদের স্বপ্নকে ধূলিসাৎ করছে যারা দেশের সেবা করতে চায়।"


আপনি এটাও পছন্দ করতে পারেন

Kanhaiya Kumar: আপ নেতাদের ভিড়ে ঢেকে হাত চিহ্নে দিল্লিতে মনোনয়ন জমা কানহাইয়া কুমারের, জিতবেন কি জেএনইউ-য়ের কানহাইয়া

Kanhaiya Kumar Congress Candidate: উত্তর পূর্ব দিল্লিতে মনোজ তিওয়ারির বিরুদ্ধে কানহাইয়া কুমারকে দাঁড় করাল কংগ্রেস

Congress Candidate List: দিল্লির সব আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, পঞ্জাবেও ডিল ডান, ঝুলেই থাকল আমেথি-রায়বারেলি

WB Lok Sabha Elections 2024: এবারেও ৭ দফায় বাংলায় লোকসভা ভোট, ১৯ এপ্রিল নির্বাচন শুরু, ৪ জুন গণনা

Telangana Road Accident: গভীর রাতে চালকের চোখে ঘুম, গাছে গিয়ে ধাক্কা গাড়ির, বলি ৫

Poonam Pandey is Alive: বেঁচে আছেন পুনম পান্ডে, সোশ্যাল মিডিয়ায় হাজির সমহিমায়

Nagaland: নাগাল্যান্ডের কয়লাখনিতে আচমকা ভূমিধস, অবৈধ খনন চলাকালীন মৃত্যু ৬ শ্রমিকের, আহত চার

Bharat Jodo Nayay Yatra: গুয়াহাটিতে রাহুলের ন্যায় যাত্রার প্রবেশে বাধা, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ কংগ্রেস কর্মীদের, চলল লাঠিচার্জ