Citizenship Amendment Bill 2019 In Rajya Sabha: রাজ্যসভায় পাল্টি শিবসেনার, নাগরিকত্ব সংশোধনী বিলের বিপক্ষে ভোট দলীয় নেতাদের
সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill 2019) পাসে কেন্দ্রের পাশে থাকলেও বুধবার রাজ্যসভায় (Rajya Sabha) বিলের বিরোধিতায় সরব শিবসেনা। দলের প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছেন রাজ্য সভায় অন্তত তিন জন শিবসেনা প্রতিনিধি এদিন বিলের বিরুদ্ধে ভোট দেবেন। মহারাষ্ট্র জোট শরিক কংগ্রেসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে খবর। লোকসভায় এক মত আর রাজ্যসভায় একেবারে বিরোধী মত, এমন পাল্টি খাওয়ার কারণ জানতে চাওয়া হলে শিবসেনার তরফে দাবি করা হয়েছে, বিল প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের অ্যাজেন্ডা স্পষ্ট নয়।
নতুন দিল্লি, ১১ ডিসেম্বর: সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill 2019) পাসে কেন্দ্রের পাশে থাকলেও বুধবার রাজ্যসভায় (Rajya Sabha) বিলের বিরোধিতায় সরব শিবসেনা। দলের প্রধান উদ্ধব ঠাকরে জানিয়েছেন রাজ্য সভায় অন্তত তিন জন শিবসেনা প্রতিনিধি এদিন বিলের বিরুদ্ধে ভোট দেবেন। মহারাষ্ট্র জোট শরিক কংগ্রেসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে খবর। লোকসভায় এক মত আর রাজ্যসভায় একেবারে বিরোধী মত, এমন পাল্টি খাওয়ার কারণ জানতে চাওয়া হলে শিবসেনার তরফে দাবি করা হয়েছে, বিল প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের অ্যাজেন্ডা স্পষ্ট নয়। তাছাড়া কেন্দ্রের কাছে একটি দাবিও রেখেছে তারা, এই নাগরিকত্ব সংশোধনী বিলের সুবিধা যারা পেতে চলেছেন তাঁরা আগামী ২৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
এইযে আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধিতা করবে শিবসেনা, তা সকালেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি বলেন, “এই বিল দেশে সাম্প্রদায়িক বিভেদের প্রাচীরকে আরও মজবুত করবে। লোকসভার বিষয়টি আলাদা, আর রাজ্যসভার পরিস্থিতি আলাদা। আমাদের যাবতীয় জিজ্ঞাস্যের জবাব কেন্দ্রের বিজেপি সরকারকে দিতে হবে। তারা যে এই বিল এনে দেশে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বাড়াতে চাইছে তা স্পষ্ট। এমন চলতে থাকলে এই বিলের দরকার নেই।” আরও পড়ুন-Derek O'Brien On CAB: নাগরিকত্ব সংশোধনী বিল বাঙালি বিরোধী, ভারতে বিলটি হচ্ছে না, হবে না, বলে আক্রমণ ডেরেক ও' ব্রায়েনের
এদিকে সোমবার রাত পর্যন্ত রাজ্যসভায় সংখ্যাতত্ত্বের যে আভাস পাওয়া যাচ্ছিল, তাতে আজ বুধবার ভোটাভুটি হলে সরকার পক্ষ পেতে পারে ১৩১টি ভোট৷ অন্যদিকে বিরোধীরা পেতে পারে ১০৯টি ভোট৷ শেষ মুহূর্তের রদবদলে এই সংখ্যার হেরফের হলেও তা সরকারকে বিপাকে ফেলার জন্য যথেষ্ট নয়৷ ২৪৫টি আসনের রাজ্যসভায় ৫টি আসন খালি৷ ফলে ২৪০টি আসনের মধ্যে ১২১টি ভোট পেলেই সরকারের জয় নিশ্চিত৷ তবুও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র, বেশকিছু ছোট দলকে পাশে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে বিজেপি নেতৃত্বের একাংশ। ইতিমধ্যেই একে একে তোপ দাগতে শুরু করেছেন বিরোধী নেতৃত্ব।