Sanjay Raut: মহারাষ্ট্র জয়ের পর এবার বিজেপিকে উৎখাত করতে দিল্লি যাবে শিবসেনা, সঞ্জয় রাউত

মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য পুরোপুরি তৈরি মহাজোট বা মহাবিকাশ আগাধি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধিতাই যে শিবসেনার প্রধান (Shiv Sena Chief) লক্ষ্য হয়ে চলেছে তা এদিন স্পষ্ট করে দিলেন সংসদীয় নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি সাংবাদিকদের বলেন, “এবার যদি দিল্লিতে কোন সরকার বসবে তা নির্ণয়ের ক্ষমতা শিবসেনার হাতে চলে আসে, তাহলে অবাক হবেন না। যখন প্রকাশ্যে বলতাম শিবসেনার প্রতিনিধি মুখ্যমন্ত্রী হবেন, তখন বেশিরভাগ স্রোতা যে মুখ টিপে হাসছেন, তা বুঝতে পারতাম।

সঞ্জয় রাউত (Photo Credit: ANI)

মুম্বই, ২৭ নভেম্বর: মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য পুরোপুরি তৈরি মহাজোট বা মহাবিকাশ আগাধি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধিতাই যে শিবসেনার প্রধান (Shiv Sena Chief) লক্ষ্য হয়ে চলেছে তা এদিন স্পষ্ট করে দিলেন সংসদীয় নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি সাংবাদিকদের বলেন, “এবার যদি দিল্লিতে কোন সরকার বসবে তা নির্ণয়ের ক্ষমতা শিবসেনার হাতে চলে আসে, তাহলে অবাক হবেন না। যখন প্রকাশ্যে বলতাম শিবসেনার প্রতিনিধি মুখ্যমন্ত্রী হবেন, তখন বেশিরভাগ স্রোতা যে মুখ টিপে হাসছেন, তা বুঝতে পারতাম। কিন্তু আজ মন্ত্রালয়ের ছয় তলা শিবসেনার উজ্জ্বল উপস্থিতিতে আলোকিত। যদি সেই শিবসেনার সূর্য আগামিতে দিল্লির দখল নেয় তাহলে চমকে যাবেন না যেন।”

দুদিন আগেই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray), দলীয় বিধায়ক ও জোট শরিকদলের প্রতিনিধিদের সামনে বলেছিলেন, “এই জোট দীর্ঘদিন মহারাষ্ট্রে রাজ করবে। আমরা একসঙ্গে পাঁচ, ২৫ এমনকী, ৫০ বছর পর্যন্ত থাকতে পারি।” তাঁর বক্তব্যের ঠিক দুদিন পরেই একথা বললেন সঞ্জয় রাউত।  ক্ষমতার প্রশ্নে বিজেপির সঙ্গে লড়াইয়ে রাউত সবসময় সম্মুখভাগে ছিলেন। যখন বিজেপি জোট শরিক শিবসেনার প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকার করল, তখন রাউত বলেছিলেনএর শেষ দেখে ছাড়বেন। শিবসেনা প্রতিনিধি যাতে মুখ্যমন্ত্রীর আসনে বসেন, তারজন্য কোনও রকম সুযোগই নিতে ছাড়বেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট যখন ২৪ ঘণ্টার মধ্যে ফ্লোর টেস্টের নির্দেশিকা দিল তখনই বোঝা গিয়েছিল যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। তার পরেপরেই উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অজিত পাওয়ার। তারপর সংখ্যাগরিষ্ঠতা নেই, এই বলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis)। আরও পড়ুন-Maharashtra Politics: মহারাষ্ট্রে নাটকীয় পালাবদল, মুখ চুন বিজেপির; সদর্পে সরকার গড়ছে জোট 

#WATCH Sanjay Raut, Shiv Sena: Maine kaha tha,'hamara surya yaan mantrale ke chhate manjil par safely land karega',tab sab hass rahe the. Lekin hamare surya yaan ka safe landing hogaya. Aane wale samay mein agar ye surya yaan Delhi mein bhi utre toh aapko aashcharya nahi hoga. pic.twitter.com/d5aWqpT4yu

— ANI (@ANI) November 27, 2019

উল্লেখ্য, এই পদত্যাগের সূত্রই বলে দিল মহাবিকাশ আগাধির নেতা হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনিই সরকার গঠনের দাবি জানাতে পারেন। আগামী কাল সন্ধ্যায় শিবাজি পার্কে মহারাষ্ট্রের আগামী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন উদ্ধব ঠাকরে। উপমুখ্যমন্ত্রীর পদের জন্য রয়েছেন এনসিপির জয়ন্ত পাটিল ও কংগ্রেসের বালাসাহেব থোরাট।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now