PM Modi Attacks Congress: 'কংগ্রেস শুধু মিথ্যা প্রতিশ্রুতিই দেয়', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রধানমন্ত্রী মোদি
মধ্যপ্রদেশের রতলামে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেস শুধু মিথ্যা প্রতিশ্রুতিই দিতে পারে বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রতলাম: মধ্যপ্রদেশের রতলামে বিধানসভা নির্বাচনের (Madhya Pradesh Assembly Elections 2023) প্রচারে গিয়ে কংগ্রেস (Congress) শুধু মিথ্যা প্রতিশ্রুতিই (false promises) দিতে পারে বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। এমনকী আগামী ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফল (Madhya Pradesh Assembly Elections 2023 results) প্রকাশের পর কংগ্রেসের আসল রূপ (real picture) দেখা যাবে বলেও দাবি করেন তিনি।
বিজেপি প্রার্থীদের সমর্থনে রতলামে (Ratlam) আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদি বলেন, "দেশ (country) হোক বা মধ্যপ্রদেশ, কংগ্রেস কেবল মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই রয়ে গেছে। এমনকী মধ্যপ্রদেশের উন্নয়নের (development) রোডম্যাপও (roadmap) জানে না কংগ্রেস। কংগ্রেস নেতারা ফিল্মি (filmy), ওদের সংলাপও (dialogues) ফিল্মি (filmy)। আর যখন চরিত্রগুলো ফিল্মি তাহলে দৃশ্যটাও ফিল্মি হবে। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কে জিতবে তা নিয়ে এখন আলোচনা হবে না। এখন শুধু আলোচনা হবে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি কম পাবে।"
দেখুন ভিডিয়ো:
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "কংগ্রেসের আসল রূপ আগামী ৩ ডিসেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে দেখা যাবে। কংগ্রেস নেতারা একে অপরের জামাকাপড় ছেঁড়ার প্রতিযোগিতায় নেমে পড়েছে। ওদের সুযোগ দেওয়া মানে সংকট (crisis)।" আরও পড়ুন: Delhi High Court: পেনশনের জন্যে চার দশক অপেক্ষা বৃদ্ধ স্বাধীনতা সংগ্রামীর, কেন্দ্রীয় সরকারকে জরিমানা দিল্লি আদালতের
দেখুন ভিডিয়ো: