PM Modi & Oman's Sultan Talks: ওমানের সুলতানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সম্পর্কে অন্য মাত্রা আনার অঙ্গীকার মোদির, ভিডিয়োতে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য
শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসে ওমানের সুলতান হাইথাম বিন তারিককে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সম্পর্কে অন্য মাত্রা আনার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ()।
নয়াদিল্লি: শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে (Hyderabad House) বৈঠকে বসে ওমানের সুলতান হাইথাম বিন তারিককে (Sultan Haitham Bin Tarik) উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সম্পর্কে অন্য মাত্রা আনার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ভবিষ্যতে ১০টি দিকে ভারত-ওমান (India-Oman) একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। আরও পড়ুন: Rahul Gandhi: সংসদে হামলার কারণ দেশের বেকারত্ব সমস্যা, মুদ্রাস্ফীতি: রাহুল গান্ধী
দেখুন ভিডিয়ো:
এপ্রসঙ্গে বলেন, "আমি আপনাকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ওমান-ভারত সম্পর্কের ক্ষেত্রে আজ একটি ঐতিহাসিক দিন কারণ ২৬ বছর পর ওমানের সুলতান রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন এবং আমি আপনাকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছি। ভারতের জনগণের পক্ষ থেকে আমি আপনাকে স্বাগত জানাই।"
দেখুন ভিডিয়ো:
দু-দেশের সম্পর্কের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "আজ আমরা একটি নতুন ভারত-ওমান যৌথ দৃষ্টিভঙ্গি (India-Oman joint vision) গ্রহণ করছি। যা ভবিষ্যতের জন্য একটি অংশীদারিত্ব। এই যৌথ লক্ষ্যে, দশটি বিভিন্ন ক্ষেত্রে কংক্রিট অ্যাকশন পয়েন্টে একমত হয়েছে। আমি নিশ্চিত যে যৌথ দৃষ্টিভঙ্গি আমাদের অংশীদারিত্বকে একটি নতুন এবং আধুনিক রূপ দেবে। আমি খুশি যে সিইপিএ (CEPA) চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং দুই দফা আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে, যাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে দু-দেশ। আমি আশা করি আমরা শীঘ্রই এই চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হব যা আমাদের অর্থনৈতিক সহযোগিতায় একটি নতুন মাত্রা যোগ করবে।"
দেখুন ভিডিয়ো:
টি ২০ বিশ্বকাপে ওমানের সুযোগ পাওয়া নিয়ে তিনি বলেন, "গত মাসে ওমান ২০২৪ সালে হতে চলা টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। আমি আপনাকে অভিনন্দন জানাই।" আরও পড়ুন: Maharashtra Bureaucrat's Son Case: বান্ধবীকে খুনের চেষ্টার অভিযোগ মিথ্যা, সবই টাকা আদায়ের কৌশল, দাবি আমলা পুত্রের