Lok Sabha polls 2024: জানুয়ারির ১৩ তারিখ বিহারের বেতিয়া থেকে লোকসভার প্রচার শুরু করবেন নরেন্দ্র মোদি!

আগামী ১৩ তারিখ বিহারের চম্পারণ থেকে সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী ও বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদি।

Photo Credits: ANI

নয়াদিল্লি: আগামী ১৩ তারিখ বিহারের (Bihar) চম্পারণ (Champaran) থেকে সম্ভবত আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha polls 2024) প্রচার (Campaign) শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী (PM) ও বিজেপির (BJP) প্রধান মুখ নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার সূত্র মারফত জানা গেছে, ওই দিন চম্পারণের বেতিয়া (Bettiah) শহরের রামন ময়দানে (Raman Maidan) একটি জনসভা (Rally) করার কথা রয়েছে নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি এবারের নির্বাচনের প্রচার শুরু করবেন। আরও পড়ুন: Leopard: ১৫ দিন লুকিয়ে থাকার পর তামিলনাড়ুতে ধরা পড়ল চিতাবাঘ, ভিডিয়ো

বিজেপি সূত্রে খবর, ওইদিন জনসভার পাশাপাশি বিহারে বিভিন্ন সড়ক ও সেতু-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

লোকসভা নির্বাচনে বিহারে থাকা ৪০টি আসনই জয়ের লক্ষ্য নিয়েছে বিজেপি। আর তাই জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিহারের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি জনসভা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP President JP Nadda), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah)। জানুয়ারির ১৫ তারিখ নির্বাচনের প্রচারের উপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গুরুত্বপূর্ণ জনসভাগুলি হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করার কথা বেগুসরাই, বেতিয়া এবং ওরঙ্গাবাদ এই তিনটি জায়গায়।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা করার কথা রয়েছে সীতামারি, মাধেপুরা ও নালন্দায়। আর জেপি নাড্ডার সভা হওয়ার কথা সীমাঞ্চল ও বিহারের পূর্ব প্রান্তে। আরও পড়ুন: ৯ জানুয়ারি গান্ধীনগরে Vibrant Gujarat Global Trade Show-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now