Sharmistha Mukherjee Hits Out At P Chidambaram: ‘আপের জয়ে আহ্লাদ না করে কংগ্রেস দলটাকেই হিমঘরে পাঠিয়ে দিন’, কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে শর্মিষ্ঠা মুখার্জির তোপ পি চিদাম্বরমকে

দিল্লিতে তৃতীয় বারের মতো ক্ষমতায় ফিরল আম আদমি পার্টি। বিপুল জনাদেশ নিয়ে বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ী হলেন অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সকলেই কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। দেরিতে হলেও টুইট বার্তায় কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। বিজেপিকে দুরমুশ করে আম আদমি পার্টির এই ফিরে আসায় দারুণ খুশি পি চিদাম্বরম। এই টুইট বার্তা বিজেপির অন্দরে ততটা জ্বালা ধরাতে না পারলেও ক্ষোভে ফুটছেন কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জি। পাল্টা টুইটে শর্মিষ্ঠা (Sharmistha Mukherjee) চিদাম্বরমকেই একহাত নিয়েছেন।

শর্মিষ্ঠা মুখার্জি ও পি চিদাম্বরম(Photo Credits: Facebook/PTI)

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি: দিল্লিতে তৃতীয় বারের মতো ক্ষমতায় ফিরল আম আদমি পার্টি। বিপুল জনাদেশ নিয়ে বিধানসভা নির্বাচনে পুনরায় জয়ী হলেন অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সকলেই কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। দেরিতে হলেও টুইট বার্তায় কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। বিজেপিকে দুরমুশ করে আম আদমি পার্টির এই ফিরে আসায় দারুণ খুশি পি চিদাম্বরম। এই টুইট বার্তা বিজেপির অন্দরে ততটা জ্বালা ধরাতে না পারলেও ক্ষোভে ফুটছেন কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখার্জি। পাল্টা টুইটে শর্মিষ্ঠা (Sharmistha Mukherjee) চিদাম্বরমকেই একহাত নিয়েছেন।

তিনি বলেছেন, আপের জয়ে খুশি না হয়ে। আগে খুঁজে দেখুন ফের কী করে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে খালি হাতে ফিরতে হল। রাজধানীতে খাতা খুলতে পারেনি এই শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল। তানিয়ে যদি দলীয় নেতৃত্বের মাথাব্যথা না থাকে তাহলে, প্রদেশ কংগ্রেস কমিটির ঝাঁপ বন্ধ করে দিন। তিনি চিদাম্বরমের উদ্দেশ্য টুইটে লেখেন, “শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি যে স্যার দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য কংগ্রেস কি কোনও আউট সোর্সিং করেছে? যদি তা না করে থাকে তবে আমরা কেন আপের জয়ে এত বিহ্বল হয়ে পড়েছি। তার থেকি কি বেশি জরুরি নয় কেন একটিও আসন কংগ্রেসের দখলে এল না তানিয়ে পর্যালোচনা করা? আর যদি আউট সোর্সিং করে থাকেন তাহলে এইবেলা প্রদেশ কংগ্রেস দলটিকে ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়াই ভাল।” আরও পড়ুন-Delhi: রাজধানীতে আম আদমি পার্টির বিজয় মিছিল লক্ষ্য করে গুলি, মৃত ১ দলীয় সমর্থক

“দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির ধর্মীয় মেরুকরণের বিপজ্জনক রাজনীতি পরাজিত হয়েছে। বিজেপির ভয়ঙ্কর অ্যাজেন্ডার বিরুদ্ধে ভোট দিয়েছেন দিল্লির বাসিন্দারা। আম আদমি পার্টির এই জয় এককথায় দুর্দান্ত। দিল্লির বাসিন্দারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তাঁদের স্যালুট।” টুইটবার্তায় একথাই লিখেছিলেন চিদাম্বরম। এরপরেই পাল্টা টুইটে ক্ষোভ উগরে দেন শর্মিষ্ঠা মুখার্জি।