Omar Abdullah Attacks Arvind Kejriwal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ, ভিডিয়োতে দেখুন ৩৭০ ধারা নিয়ে কী বললেন ওমর আবদুল্লা

দিল্লির আপ সরকারের ক্ষমতা খর্ব করার জন্য নয়া অর্ডিন্যান্স এনেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ জানিয়ে রাজ্য সভায় এই অর্ডিন্যান্স খারিজের জন্য ভারতের বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করে সমর্থন চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

Photo Credits: insta

রাজৌরি: দিল্লির আপ সরকারের ক্ষমতা খর্ব করার জন্য নয়া অর্ডিন্যান্স এনেছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ জানিয়ে রাজ্য সভায় এই অর্ডিন্যান্স খারিজের জন্য ভারতের বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করে সমর্থন চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM & AAP Chief Arvind Kejriwal)।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে শুরু করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদবের কিংবা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন তিনি। ওই তিন নেতা অর্ডিন্যান্সের তীব্র বিরোধিতা করে এই বিষয়ে কেজরিওয়ালের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন। এই পরিস্থিতি এবার এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা (NC Leader & former J&K CM Omar Abdullah)।

এপ্রসঙ্গে কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370) খারিজের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, "অরবিন্দ কেজরিওয়াল কোথায় ছিলেন যখন ৩৭০ ধারা তুলে দেওয়া হচ্ছিল (scrapped)। সেই সময় এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সমর্থন (support) জানিয়ে ছিলেন তিনি। আর আজকে কেজরিওয়াল অন্যান্য রাজনৈতিক দলগুলির (parties) কাছ থেকে কেন্দ্রের অর্ডিন্যান্স খারিজ করার জন্য সমর্থন চাইছেন।" আরও পড়ুন: Smuggled Gold: তেলাঙ্গানায় এক খবরে বাজেয়াপ্ত প্রায় সাড়ে ১০ কেজি চোরাই সোনা

দেখুন ভিডিয়ো: