Ahmed Patel: আহমেদ পটেলের প্রয়াণে শোক প্রকাশ রাহুল গান্ধী, অভিষেক মনুসিঙভি, অশোক গেহলটের, শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি
প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেল (Ahmed Patel)। বুধবার ভোর ৩.৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহমেদ পটেলের প্রয়াণে রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। করোনা সংক্রমণের জেরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রবীণ রাজনীতিককে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সংকটজনক পরিস্থিতি তৈরি হলে এক সপ্তাহ আগে তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়। আহমেদ পটেলের প্রয়াণে রাজনৈতির প্রতিটি অঙ্গন থেকেই আসছে শোকবার্তা।
গুজরাট, ২৫ নভেম্বর: প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেল (Ahmed Patel)। বুধবার ভোর ৩.৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহমেদ পটেলের প্রয়াণে রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। করোনা সংক্রমণের জেরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রবীণ রাজনীতিককে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিন পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সংকটজনক পরিস্থিতি তৈরি হলে এক সপ্তাহ আগে তাঁকে ভেন্টিলেশনে পাঠানো হয়। আহমেদ পটেলের প্রয়াণে রাজনৈতির প্রতিটি অঙ্গন থেকেই আসছে শোকবার্তা। এই রাজনৈতিক নেতার মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও পড়ুন-Ahmed Patel Dies: করোনা পরবর্তী জটিলতা, প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেল
গত ১ অক্টোবর নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন আহমেদ পটেল। একই সঙ্গে শেষ কয়েকদিন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন প্রত্যেককে সেলফ আইসোলেশনে যাওয়ার আর্জিও জানান তিনি। জনতার উদ্দেসে সেই ছিল তাঁর শেষ বার্তা। আজ চলে গেলেন পৃথিবী থেকেই।