Maharashtra Assembly Election 2019: বিজেপিকে বড় জায়গা দিতে জনপ্রিয় নেতার আসন ছেড়েছে দল, রেগেমেগে গণ পদত্যাগ করল শিবসেনার কর্মীরা

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এবার শিবসেনার অন্দরেই কোন্দল শুরু। বিজেপি কেন দলের বেশিরভাগ আসন দখল করছে তানিয়েই ক্ষোভে ফুটছেন শিবসেনা কর্মীরা। ইতিমধ্যে দলের ২৬জন কর্পোরেটর ও ৩০০ জন দলীয় কর্মী এই আসন সমঝোতা মানতে না পেরে দলের প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) কাছে পদত্যাগপত্র জমা করেছেন।

দলীয় প্রতীক(Photo Credit: ANI)

মুম্বই, ১০ অক্টোবর: আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে এবার শিবসেনার অন্দরেই কোন্দল শুরু। বিজেপি কেন দলের বেশিরভাগ আসন দখল করছে তানিয়েই ক্ষোভে ফুটছেন শিবসেনা কর্মীরা। ইতিমধ্যে দলের ২৬জন কর্পোরেটর ও ৩০০ জন দলীয় কর্মী এই আসন সমঝোতা মানতে না পেরে দলের প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) কাছে পদত্যাগপত্র জমা করেছেন। এনিয়েই বেঁধেছে গোল, এতদিনের রাজনৈতিক ইতিহাসে এত বড় মাপের বিপর্যয়ের মুখে পড়েনি শিবসেনা। এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিজেপিকে কেন এত আশকারা দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে দলের মধ্যেই বিরুদ্ধ মত খাড়া করে ফেলেছেন শিবসেনা নেতা ধনঞ্জয় বোদারে।

উল্লেখ্য, এই বিক্ষুব্ধ নেতাকে সমর্থন করেই এদিন এতজন কর্মী সমর্থক পদত্যাগের নোটিস দিলেন। শোনা যাচ্ছে আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আসন নিয়ে দর কষাকষিতে শিবসেনার থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে বিজেপি। আর তাতেই চটে লাল শিবসেনার সমর্থকরা। কেননা দলের বহুদিনের নেতা তথা সক্রিয় কর্মী ধনঞ্জয় বোদারের (Dhananjay Bodare) আসনটিকেই এবার বিজেপির জন্য ছেড়ে দিয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা। এই ঘটনা মানতে পারেনি দলের একাংশ। তার জেরেই আজকের পদত্যাগের সিদ্ধান্ত। ধনঞ্জয়বাবুর জায়গায় গণপত গায়কোয়াড় (Ganpat Gaikwad) নামের একজনকে ওই আসনেই প্রার্থী করেছে বিজেপি। আর তাঁকেই সমর্থন করার জন্য শিবসেনা নেতৃত্বের তরফে দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাতেই দলের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। আরও পড়ুন-এই প্রথমবার প্রধানমন্ত্রীর বিমান ওড়াবেন বায়ুসেনার পাইলটরা, চলছে প্রশিক্ষণ

দলীয় নেতৃত্ব কিনা একনায়ক তন্ত্র ফলাচ্ছে, শিবসেনাকে সমর্থন ভুলে বিজেপিকে সমর্থন করতে হবে। এ মানা অসম্ভব, তাই গায়কোয়াড়কে নয় ধনঞ্জয় বোদারেকে সমর্থন করে দলীয় কর্মীরা গণ পদত্যাগপত্র জমা করেছে। এমনিতেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হতে চলেছে এক দফায়। রাজ্যের ২৮৮টি বিধানসভা কেন্দ্রে এক দফাতেই হবে নির্বাচন প্রক্রিয়া। ভোট গণনা ও ফলাফল প্রকাশ হবে আগামী ২৪ অক্টোবর। আসন্ন মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশ (Fadnavis) বিজেপিকে মুখ্য করে ঘুঁটি সাজিয়েছে। যেভাই হোক বিজেপিকে সামনে রেখে ফের ক্ষমতায় আসতে চাইছেন দেবেন্দ্র ফড়নবীশ। এদিকে কিছুতেই বিজেপির এই ইচ্ছেতে সায় দিতে নারাজ শিবসেনা, তাদের দাবি মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন শিবসৈনিকই (Shiv Sainik)।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now