Jyotiraditya Scindia: করোনার উপসর্গ নিয়ে দিল্লির হাসপাতালে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
মঙ্গলবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দিল্লির ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হলেন জ্যোতিরদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ও তাঁর মা মাধবী রাজে। দুজনের শরীরেই কোভিডের উপসর্গ রয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গায়ে জ্বর ও গলা ব্যথা রয়েছে তাঁদের। মধ্যপ্রদেশের গুনা এলাকার প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত ১১ মার্চ কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তাঁর দল ছাড়াকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের কমনলাথ সরকার শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়। কেননা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দল ছাড়ার পরে পরেই ২২ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিলে সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ফেলে কংগ্রেস।
নতুন দিল্লি, ৯ জুন: মঙ্গলবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দিল্লির ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হলেন জ্যোতিরদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ও তাঁর মা মাধবী রাজে। দুজনের শরীরেই কোভিডের উপসর্গ রয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গায়ে জ্বর ও গলা ব্যথা রয়েছে তাঁদের। মধ্যপ্রদেশের গুনা এলাকার প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত ১১ মার্চ কংগ্রেসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তাঁর দল ছাড়াকে কেন্দ্র করে মধ্যপ্রদেশের কমনলাথ সরকার শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হয়। কেননা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দল ছাড়ার পরে পরেই ২২ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিলে সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ফেলে কংগ্রেস। আরও পড়ুন-Unlock 1 New Guideline: আনলক-১ এ সংক্রমণ রুখতে সরকারি কর্মীদের জন্য নয়া গাইড লাইন কেন্দ্রের
এভাবেই ফের ক্ষমতা ফিরে পেয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেন বিজেপির শিবরাজ সিং চৌহান। এদিকে ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কোভিড-১৯ টেস্ট হয়েছে মঙ্গলবার সকালে। তিনিও জ্বরে আক্রান্ত গলা ব্যথা রয়েছে। তাঁর টেস্ট রিপোর্ট আজ বিকেল না হলেও আগামী কাল সকালের মধ্যে এসে যাবে। তবে যা জানা যাচ্ছে, তাতে দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি আগের থেকে স্থিতিশীল। রবিবার দিন অরবিন্দ কেজরিওয়ালকে শেষ বারের মতো ভিডিও কনফারেন্সে দেখা গিয়েছে। সেখানে তিনি বলেছিলেন, দিল্লির বাসিন্দাদের জন্য আরও কয়েকটি বেসরকারি হাসপাতাল সংরক্ষিত করছে তাঁর সরকার।