Navjot Singh Sidhu Breaks Silence: “নৈতিকতার সঙ্গে আপোষ করতে পারব না,” নীরবতা ভাঙলেন নভজ্যোত সিং সিধু
পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান (Punjab Congress Chief) পদে ইস্তফা দেওয়ার একদিন পর মুখ খুললেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)৷ এক বিবৃতিতে সাফ জানান, নৈতিকতার সঙ্গে আপোষ করবেন না৷
চণ্ডীগড়, ২৯ সেপ্টেম্বর: পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধান (Punjab Congress Chief) পদে ইস্তফা দেওয়ার একদিন পর মুখ খুললেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)৷ এক বিবৃতিতে সাফ জানান, নৈতিকতার সঙ্গে আপোষ করবেন না৷ “রাজ্যে কলঙ্কিত নেতা ও কর্মকর্তাদের পুনরাবৃত্তি” চাননি তিনি৷ টুইটারে নিজের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন সিধু৷ সেখানে তিনি বলেছেন, “কারও সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই৷ ১৭ বছরের রাজনৈতিক কেরিয়ারে আমার একটা উদ্দেশ্য ছিল৷ জনগণের জীবন চিত্রকে ভাল করা৷ ব্যাতিক্রমী করা৷ একটা নির্দিষ্ট অবস্থানে নিজেকে রাখা৷ এটিই আমার ধর্ম৷ আমি নৈতিকতার সঙ্গে আপোষ করতে পারি না৷”
তিনি আরও বলেন, “নৈতিকতাকে বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়৷ পাঞ্জাবে প্রতিনিয়ত আমি যা দেখে চলেছি, তা হল সমস্যা ও কর্মসূচির সঙ্গে আপোষ৷ আমি না পারব শীর্ষনেতৃত্বকে বিভ্রান্ত করতে, না পারব তাদের বিপথে চালিত করতে৷ দীর্ঘ সময় ধরে পাঞ্জাবের সমস্যা নিয়ে আমি লড়ে চলেছি৷ এই রাজ্যে কলঙ্কিত নেতা ও কর্মকর্তাদের একটা অধ্যায় চলছে৷ এটার পুনরাবৃত্তি হোক, চাইনা৷ আমি আমার নীতিতেই অবস্থান করব৷” আরও পড়ুন- World Heart Day 2021: প্রাকৃতিকভাবে হৃদরোগের প্রবণতা কমাতে কী করবেন? মেনে চলুন এই নিয়মগুলি
ফের একবার নিজের পদত্যাগের প্রসঙ্গে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট সনিয়া গান্ধীকে লেখা চিঠি পড়লেন৷ যেখানে তিনি বলেছেন, “একটি মানুষের চরিত্রগত পতন থেকেই সমঝোতা আসে৷ আর আমি পাঞ্জাবের ভবিষ্যৎ এবং পাঞ্জাবের কল্যাণের প্রশ্নে কখনও আপোষ করতে পারি না৷” গতকাল বুধবার পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিধু৷