IPL Auction 2025 Live

Manish Sisodia: বিজেপিতে যোগ দিলে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ মুছে যাবে, বিস্ফোরক দাবি করলেন মণীশ সিসোদিয়া

তাঁর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করা হবে যদি তিনি বিজেপিতে যোগ দেন। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। সোমবার তিনি, এই বোমাটি ফাটালেন।

নতুন দিল্লি, ২২ অগাস্টতাঁর বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাহার করা হবে যদি তিনি বিজেপিতে যোগ দেন। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। সোমবার তিনি, এই বোমাটি ফাটালেন। একই সঙ্গে সিসোদিয়ার বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ সর্বৈব মিথ্যে এবং তিনি কখনওই ষড়যন্ত্রকারী ও দুর্নীতিগ্রস্ত দলের সামনে মাথা নত করবেন না। আরও পড়ুন- Uttar Pradesh Shocker: অতিরিক্ত বরপণ মেলেনি, গৃহবধূকে চলন্ত ট্রেনের সামনে ছুঁড়ে ফেলল স্বামী ও শ্বশুর-শাশুড়ি

উল্লেখ্য,  যে ১৫ জনের বিরুদ্ধে সিবিআই দুর্নীতির অভিযোগ দায়ের করেছে,  সিসোদিয়া তাঁদের মধ্যে একজন। দিল্লির উপমুখ্যমন্ত্রী জানান, তাঁর  কাছ থেকে "আপ ছাড়ুন ও বিজেপি তে যোগ দিন" বলে একটি মেসেজ আসে। সেই মেসেজে আরও লেখা ছিল, বিজেপিতে যোগ দিলে তাঁর বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হবে।

"আমি সেই উত্তরে বিজেপিকে বলি, আমি মহারাণা প্রতাপের বংশধর এবং একজন রাজপুত। আমি শাস্তি পেতে রাজি আছি।কিন্তু ষড়যন্ত্রকারী ও দুর্নীতিগ্রস্ত দলের সামনে আমি মাথা নত করব না। আপনারা যা করবেন করুন।" সম্প্রতি একটি টুইটে বলেছেন সিসোদিয়া।

আপ নেতা সিসোদিয়ার বাড়িতে শুক্রবার সিবিআই হানা দেয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তিনি বলেছেন এটি অরবিন্দ কেজরিওয়ালের ভাল কাজকে বদনাম করার জন্যই করা হয়েছে এবং কেজরিওয়ালের কাজে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে। কারণ তিনিই একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন।