Renuka Chowdhury On PM Modi: রাহুলের বদলা! শূর্পনখার সঙ্গে তুলনার জেরে মোদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীর

রেণুকা চৌধুরীর পোস্ট করা ওই পুরনো ভিডিয়োতে নরেন্দ্র মোদিকে রাজ্যসভার তৎকালীন চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, "আমি আপনাকে অনুরোধ করছি রেণুকাজিকে কিছু বলবেন না। আমি খুবই সৌভাগ্যশালী যে রামায়ণ সিরিয়ালের পর আজকে এই ধরনের হাসি শুনতে পেলাম।"

Photo Credits: FB and PTI

নয়াদিল্লি: বৃহস্পতিবার মোদি পদবি (Modi Surname Issue) নিয়ে বিতর্কিত মন্তব্যের (Controversial Comments) জেরে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দু'বছরের সাজা দিয়েছে সুরাটের জেলা ও দায়রা আদালত (Surat)। এর জেরে শুক্রবার খারিজও হয়ে গেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ। এই নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের নেতা-নেত্রীরা।

এর মাঝেই ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি রাজ্যসভায় ঘটা একটি ঘটনার ভিডিয়ো (Video) নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে মানহানির মামলা (Defamation suit) করার হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী (Congress Leader Renuka Chowdhury)। ওই ভিডিয়োতে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে রামায়ণের রাক্ষুসী চরিত্র (Ramayana demons character) রাবণের বোন (Ravana's Sister) শূর্পনখার (Surupanakha) তুলনা করে সম্মানহানি করেছেন বলে অভিযোগ কংগ্রেস নেত্রীর।

রেণুকা চৌধুরীর পোস্ট করা ওই পুরনো ভিডিয়োতে নরেন্দ্র মোদিকে রাজ্যসভার তৎকালীন চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, "আমি আপনাকে অনুরোধ করছি রেণুকাজিকে কিছু বলবেন না। আমি খুবই সৌভাগ্যশালী যে রামায়ণ সিরিয়ালের পর আজকে এই ধরনের হাসি শুনতে পেলাম।" আরও পড়ুন: Rahul Gandhi Disqualified From Lok Sabha: মমতা, অভিষেকের চেয়েও চড়া সুরে রাহুলের পাশে উদ্ধভ, চোরকে চোর বলা আমাদের দেশে এখন অপরাধ, বললেন শিবসেনা প্রধান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পুরনো ভিডিয়ো:

এই ভিডিয়োটিতে নরেন্দ্র মোদির বক্তব্যের কথা উল্লেখ করে কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী অভিযোগ করেন, "প্রধানমন্ত্রী মোদি সাংসদদের সামনে তাঁর সঙ্গে শূর্পনখার তুলনা করে অপমান করেছে। আমি দেখতে চাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার পর আদালত এই বিষয়ে কত দ্রুত পদক্ষেপ নেয়।"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now