Priyanka On Rajiv Gandhi: মধ্যপ্রদেশে ভোট প্রচারে গিয়ে রাজীব গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা প্রিয়াঙ্কার, ভিডিয়োতে শুনুন কংগ্রেস নেত্রীর বক্তব্য
বুধবার মধ্যপ্রদেশের দাতিয়ায় নির্বাচনী জনসভা করতে গিয়ে প্রাক্তন ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী।
দাতিয়া: বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) দাতিয়ায় (Datia) নির্বাচনী জনসভা (Election rally) করতে গিয়ে প্রাক্তন ও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর (Rajiv Gandhi) সঙ্গে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian PM Narendra Modi) তুলনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী (Congress General Secretary Priyanka Gandhi Vadra)। তাঁর বাবা রাজীব গান্ধী কতটা সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশতেন তার উল্লেখ করলেন।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আমেঠির (Amethi) লোকেরা রাজীব গান্ধীকে তিরস্কার (scold) করতেন এবং মুখে বলত, 'রাজীব ভাইয়া, আমরা তোমাকে ভালোবাসা (love) দেব। কিন্তু. তুমি যদি আমাদের রাস্তা ঠিক না করো তাহলে আমরা তোমাকে ভোট (vote) দেব না'। তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু, তিনি কখনও তাঁদের উপর রাগ করতেন না বা তাঁদের বকাঝকা করতেন না। মাথা নিচু করে বলতেন, 'আমি আদেশ দিয়েছি কিন্তু সময় লাগছে'। এটাই আমাদের দেশের ঐতিহ্য, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন স্বাধীনতার জন্য। যাতে জনগণ চূড়ান্ত ক্ষমতা এবং সম্পদ পেতে পারে।" আরও পড়ুন: Birsa Munda: ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষ্যে বিরসা মুন্ডার গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দেখুন ভিডিয়ো: