Locket Chatterjee Attack TMC: পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার নিয়ে তৃণমূলকে তোপ, ভিডিয়োতে শুনুন লোকসভায় লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক চলছে লোকসভায়। বুধবারের পর বৃহস্পতিবারও বিরোধী সাংসদরা এই বিষয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন মণিপুরের হিংসা নিয়ে মুখ খুলছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন।

Photo Credits: Lok Sabha TV

নয়াদিল্লি: মণিপুর ইস্যুতে (Manipur issue) আনা অনাস্থা প্রস্তাবের উপর বিতর্ক চলছে লোকসভায় (Lok Sabha)। বুধবারের পর বৃহস্পতিবারও বিরোধী সাংসদরা এই বিষয়ে বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) কেন মণিপুরের হিংসা নিয়ে মুখ খুলছেন না তা নিয়ে প্রশ্ন তোলেন।

মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি থেকে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, মণিপুর-সহ একাধিক বিষয় নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। তার পালটা বক্তব্য রাখতে উঠে বিরোধীরা (opposition) মণিপুর নিয়ে কথা বললেও রাজস্থান (Rajasthan), পশ্চিমবঙ্গ (West Bengal) ও ছত্তিশগড়ে (Chhattisgarh) মহিলাদের উপর হওয়া অত্যাচারের (atrocities against women) ঘটনা নিয়ে কেন কোনও কথা বলছে না তা জানতে চান হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (BJP MP Locket Chatterjee)।

তৃণমূলকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, "পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের (West Bengal Panchayat polls) পর মহিলাদের উপর যারা অত্যাচার চালিয়েছে তারা গণতন্ত্র (democracy) নিয়ে কথা বলছে। এই বছর পঞ্চায়েত নির্বাচনে ৫৯ জন রাজনৈতিক কর্মী (party workers) মারা গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) ক্ষমতায় (power) আসার পর থেকে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়ে গেছে। সেখানে নিজেদের ভাবমূর্তি (image) তৈরি করার জন্য তারা জানতে চাইছেন প্রধানমন্ত্রী মোদি কেন মণিপুরের বিষয়ে চুপ (silent) করে আছেন। বিরোধীরা রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের ঘটনা নিয়ে চুপ রয়েছে আর মণিপুর নিয়ে কথা বলছে।" আরও পড়ুন: Parliament Monsoon Session: মণিপুর নিয়ে লোকসভায় কেন্দ্রকে একের পর এক আক্রমণ মহুয়া মৈত্রর

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now