Tejashwi Yadav Attack PM Modi: 'প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছেন', ভিডিয়োতে দেখুন মোদিকে আক্রমণ করে আরও কী বললেন তেজস্বী যাদব

বিহারের দ্বারভাঙায় AIIMS হাসপাতাল নিয়ে মিথ্যা কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। শনিবার সাংবাদিকের মুখোমুখি এই অভিযোগই করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব।

Photo Credits: ANI

পাটনা: বিহারের (Bihar) দ্বারভাঙায় (Darbhanga) AIIMS হাসপাতাল নিয়ে মিথ্যা (lie) কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। শনিবার সাংবাদিকের মুখোমুখি এই অভিযোগই করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব (Bihar Deputy Chief Minister & RJD leader Tejashwi Yadav)। পাশাপাশি বিরোধীরা মণিপুর (Manipur) গেলেও নরেন্দ্র মোদি কেন এখনও সেখানে গেলেন না তা নিয়ে প্রশ্ন করেন তিনি।

প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তেজস্বী যাদব বলেন, "আজকে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে তিনি দ্বারভাঙায় এইমস হাসপাতাল খুলেছেন। এটা মিথ্যা। আমি আবেদন (appeal) করব, প্রধানমন্ত্রী প্রথমে এই বিষয় খবর নিন তারপর মন্তব্য করুন। দ্বারভাঙাতে কোনও এইমস হাসপাতাল খোলা হয়নি। এটা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (CM Nitish Kumar) পরিশ্রমের (effort) ফল যে দ্বারভাঙাতে এইমস খোলা হবে।"

মণিপুর নিয়ে তিনি আরও বলেন, "যদি রাহুল গান্ধী (Rahul Gandhi) মণিপুর যেতে পারেন, বিরোধী রাজনৈতিক দলগুলি (opposition parties) সেখানে যেতে পারে তাহলে কেন প্রধানমন্ত্রী যাচ্ছেন না। ওখানে পরিস্থিতির ক্রমশ অবনতি (deteriorating) হচ্ছে, তা আটকানোর জন্য ওনারা কী ব্যবস্থা নিচ্ছেন। যখন আমাদের বিরোধীদের জোটের (opposition alliance) সরকার কেন্দ্রে ক্ষমতায় আসবে তখন দেশে জাতিগত আদমশুমারি (caste-based census) করা হবে। দেশের স্বার্থেই (interest) এই পদক্ষেপ নেওয়া হবে।" আরও পড়ুন: Rahul Gandhi: আদিবাসী নৃত্যে মশগুল রাহুল, টোডা সম্প্রদায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে নাচ



@endif