Akash Vijayvargiya Remark Stirs Controversy: ‘সরকার জেনে রাখুক, আমরা খালি হাতে ঘুরি না’, বিদ্যুৎ বিল প্রসঙ্গে মধ্যপ্রদেশে ক্ষমতাসীন কংগ্রেসকে হুমকি আকাশ বিজয়বর্গীয়র

কোনও রাজ্যের ক্ষমতার শীর্ষে বিরোধী রাজনৈতিক দল থাকলেই বিজেপি নেতাদের হুমকি দেওয়ার লাইন পড়ে যায়। আর বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হওয়া তো নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোমবার মধ্যপ্রদেশের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) পুত্র আকাশ (Akash Vijayvargiya)। শস্যহানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে আকাশ বিজয়বর্গীয় বলেন, ‘আমরা খালি হাতে ঘুরি না।’ আকাশবাবুর বিতর্কিত মন্তব্য রাষ্ট্র হতে সময় নেয়নি।

আকাশ বিজয়বর্গীয় (Photo Credit: ANI)

ইন্দোর, ৫ নভেম্বর:  কোনও রাজ্যের ক্ষমতার শীর্ষে বিরোধী রাজনৈতিক দল থাকলেই বিজেপি নেতাদের হুমকি দেওয়ার লাইন পড়ে যায়। আর বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হওয়া তো নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোমবার মধ্যপ্রদেশের ক্ষমতাসীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র (Kailash Vijayvargiya) পুত্র আকাশ (Akash Vijayvargiya)। শস্যহানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করতে গিয়ে আকাশ বিজয়বর্গীয় বলেন, ‘আমরা খালি হাতে ঘুরি না।’ আকাশবাবুর বিতর্কিত মন্তব্য রাষ্ট্র হতে সময় নেয়নি। এই শুনেই রাজ্যে শাসক কংগ্রেসের মুখপাত্রের দাবি আকাশ তাঁদের হুমকি দিয়েছেন। গত জুন মাসের এক ভিডিও ক্লিপে আকাশকে দেখা গিয়েছিল, ক্রিকেট ব্যাট নিয়ে পুরসভার এক অফিসারের দিকে তেড়ে যাচ্ছেন। সেই নিয়ে দেশজুড়ে কম বিতর্ক হয়নি।

এদিন আকাশ বলেন, “আমাদের দাবি, রাজ্যের প্রত্যেক মন্ত্রী, বিধায়ক ও কংগ্রেসের অন্যান্য নেতা নিশ্চিত করুন যাতে অসময়ের বৃষ্টিতে শস্য নষ্ট হওয়ার কারণে কৃষকরা ক্ষতিপূরণ পান।” বিদ্যুৎ সরবরাহ নিয়ে তিনি বলেন, “এখানে ঘন ঘন লোডশেডিং হয়। তার পরেও বিদ্যুতের বিল প্রতি মাসে বেড়েই চলেছে। অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। সরকার জেনে রাখুক, আমরা খালি হাতে ঘুরি না।” আকাশ বিজয়বর্গীয় মধ্যপ্রদেশে গত বিধানসভা নির্বাচনে প্রথমবার বিধায়ক হয়েছেন। তাঁর কেন্দ্র হল ইন্দোর-৩। পুরসভার অফিসারকে প্রকাশ্যে হেনস্থা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে তাঁর সমালোচনা করেন। তবে এদিনের বক্তব্যের পর বিজেপি আকাশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে কিনা জানা যায়নি। কিন্তু জুন মাসের ঘটনার পর নাম না করেই কাউকে বিতর্কিত মন্তব্যকারীকে রেয়াত না করার নিদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন-Dilip Ghosh : ‘গরুর দুধে সোনা থাকে, তাই তো দুধের রং হলুদ হয়’, বললেন দিলীপ ঘোষ

এদিকে আকাশের সোমবারের মন্তব্যের ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র নীলাভ মিশ্র বলেন, “আকাশ যেভাবে হুমকি দিয়েছেন, তাতে আমাদের জুন মাসের ঘটনা মনে পড়ছে। সেবার তিনি ব্যাট নিয়ে পুরসভার এক অফিসারকে মারতে গিয়েছিলেন।” পরে তিনি বলেন, পুরসভার অফিসারকে হেনস্থা করে তিনি গ্রেফতার হয়েছিলেন। তা থেকে আকাশ কোনও শিক্ষাই নেননি। বিজেপির সমালোচনা করে নীলাভ বলেন, ‘মনে হচ্ছে দলের সমর্থকরা প্রকাশ্যে এই ধরনের আচরণ করলে তাদের আপত্তি নেই।’