Mann Ki Baat 100th Episode: ৩০ এপ্রিল বিশ্বজুড়ে সম্প্রচারিত হবে নরেন্দ্র মোদির মন কি বাত, শততম এপিসোডে লোকসভাভিত্তিক বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা বিজেপির
বর্তমান পরিস্থিতিতে নরেন্দ্র মোদি শুধু ভারতের প্রধানমন্ত্রীই নন, গোটা বিশ্বের অসংবাদিত নেতা হিসেবে পরিগণিত হচ্ছে বলেই অনেকের দাবি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী ৩০ এপ্রিল বিশ্বজুড়ে সম্প্রচারিত হতে চলেছে নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানটি। প্রবল জনপ্রিয় এই রেডিও অনুষ্ঠানটির ওই দিন ১০০তম পর্ব সম্প্রচারিত হবে।
নয়াদিল্লি: বর্তমান পরিস্থিতিতে নরেন্দ্র মোদি (Narendra Modi) শুধু ভারতের প্রধানমন্ত্রীই (Indian Prime Minister) নন, গোটা বিশ্বের অসংবাদিত নেতা (Gobal leader) হিসেবে পরিগণিত হচ্ছে বলেই অনেকের দাবি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী ৩০ এপ্রিল বিশ্বজুড়ে সম্প্রচারিত (Worldwide Broadcast) হতে চলেছে নরেন্দ্র মোদির মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানটি। প্রবল জনপ্রিয় এই রেডিও অনুষ্ঠানটির ওই দিন ১০০তম পর্ব (100th Episode) সম্প্রচারিত হবে। আর তাই ভারতবাসীর মতো বিশ্বের অন্যান্য অনেক দেশের মানুষকে নরেন্দ্র মোদির এই অনুষ্ঠানটি শোনানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর এই বিশাল বড় কর্মকাণ্ডের দিনটিকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও। দল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান বিশ্বের একজন গুরুত্বপূর্ণ নেতা। তাই তার অনুষ্ঠানটি বিশ্বব্যাপী সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের সমস্ত দেশই প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করেছে। মানুষ তাঁকে শুনতে চান। তাই আমাদের লক্ষ্য হল, যত বেশি সম্ভব দেশে নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানটি সম্প্রচার করা।
বিজেপির কেন্দ্রীয় নেতার কথায়, মন কি বাত সিরিজের বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত মানুষের প্রধানমন্ত্রী নিয়েছেন তাঁদের সম্মান জানানো হবে। তিনি যে রাজ্যের বাসিন্দা সেখানকার মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এই সম্মান জানাবেন। এর পাশাপাশি সত্যিকারের সেই সমস্ত নায়কের অনেককেই দিল্লিতে নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি লোকসভার ১০০টি জায়গায় ১০০ জন করে মানুষকে সঙ্গে নিয়ে মন কি বাত অনুষ্ঠানটি শোনানোর পরিকল্পনা করা হচ্ছে। ১০০ জনের মধ্যে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও সমাজসেবক-সহ সমাজের প্রতিটি স্তরের মানুষদের রাখার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরে। এই অনুষ্ঠান শোনার মঞ্চগুলিতে পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পেয়েছে এরকম মানুষের সম্মান জানানোরও পরিকল্পনা রয়েছে বিজেপির। আরও পড়ুন: Barricades Removed Outside UK Mission : লন্ডনে ভারতীয় দূতাবাসে বিক্ষোভের জের, ভারতে ব্রিটেনের দূতাবাস থেকে সরল ব্যারিকেড