PM Narendra Modi: আপনারাই বলুন 'মন কী বাত'-এ কী শুনতে চান, জিজ্ঞাসা মোদীর
মন কী বাত নিয়ে দেশের সব প্রান্তের মানুষের কথা, চিন্তা ভাবনা শুনতে চান বলে জানান প্রধানমন্ত্রী। হিন্দি বা ইংরেজি, যে কোনও ভাষার মাধ্যমেই মানুষের নিজেদের চিন্তাভাবনা মন কী বাতের জন্য শেয়ার করতে পারেন বলে জানান প্রধানমন্ত্রী।
দিল্লি, ১৭ অগাস্ট: আগামী ২৮ অগাস্ট ফের সম্প্রচারিত হবে 'মন কী বাত'। ২৮ অগাস্ট মন কী বাত অনুষ্ঠানে কী বিষয়ে কথা বলা হবে, তা নিয়ে মত প্রকাশ করুন দেশের সাধারণ মানুষ। প্রত্যেকের কাছে এমনই আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কী বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ থেকে কী বিষয়ে কথা শুনতে চান, তা নিয়ে MyGov, Namo App এ প্রত্যেকে নিজেদের চিন্তাভাবনা শেয়ার করতে পারেন বলে জানান প্রধানমন্ত্রী। কিংবা 1800-11-7800 নম্বরে ফোন করে, মন কী বাত নিয়ে নিজেদের চিন্তা ভাবনার কথা রেকর্ড করতে পারেন বলেও জানানো হয় প্রধানমন্ত্রীর (PM Modi) তরফে।
মন কী বাত নিয়ে দেশের সব প্রান্তের মানুষের কথা, চিন্তা ভাবনা শুনতে চান বলে জানান প্রধানমন্ত্রী। হিন্দি বা ইংরেজি, যে কোনও ভাষার মাধ্যমেই মানুষের নিজেদের চিন্তাভাবনা মন কী বাতের জন্য শেয়ার করতে পারেন বলে জানান প্রধানমন্ত্রী।
মন কী বাতের জন্য যাঁরা নিজেদের চিন্তাভাবনা শেয়ার করবেন, বেছে বেছে বেশ কিছু ব্রডকাস্ট করা হবে বলেও জানানো হয়।