PM Narendra Modi On CAB: ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাগরিকত্ব সংশোধনী বিল, যা নিয়ে 'কিছু দল' পাকিস্তানের মত কথা বলছে, বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আজ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধী দলগুলিকে পাকিস্তানের মত আচরণ বলে আক্রমণ করেন। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কিছু দল যা বক্তব্য দিচ্ছে, পাকিস্তানও তেমনই বক্তব্য দিয়েছিল বলে জানান তিনি। রাজ্যসভায় বিল পেশের ঘণ্টাখানেক আগে নরেন্দ্র মোদি সংসদে একটি বৈঠক করেন। সেখানে তিনি বলেছেন,"নাগরিকত্ব সংশোধনী বিল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বিলটি ধর্মীয় নিপীড়ন থেকে মানুষকে চিরকালের মত মুক্তি দেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ১১ ডিসেম্বর: আজ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) নাগরিকত্ব সংশোধনী বিলের (Citizenship Amendment Bill) বিরোধী দলগুলিকে পাকিস্তানের (Pakistan) মত আচরণ বলে আক্রমণ করেন। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কিছু দল যা বক্তব্য দিচ্ছে, পাকিস্তানও তেমনই বক্তব্য দিয়েছিল বলে জানান তিনি। রাজ্যসভায় বিল (Rajya Sabha) পেশের ঘণ্টাখানেক আগে নরেন্দ্র মোদি সংসদে একটি বৈঠক করেন। সেখানে তিনি বলেছেন,"নাগরিকত্ব সংশোধনী বিল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বিলটি ধর্মীয় নিপীড়ন থেকে মানুষকে চিরকালের মত মুক্তি দেবে।

তিনি আরও বলেছেন, "পাকিস্তানও বিলটি নিয়ে যা মন্তব্য করেছিল, এখন কিছু দল (Some Parties) সেরকমই কথা বলছে।" এই বিলটি পাস হয়ে গেলে মানুষের জীবনে খুশি এবং আনন্দ ফিরে আসবে।" এমনই মন্তব্য করেছেন তিনি। বিশেষত কংগ্রেস এই বিলটির প্রবল বিরোধিতা করেছে। বিলটিতে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, ও খ্রিস্টানরা এদেশের নাগরিকত্ব পাবেন। তবে এই বিলটি অনুযায়ী এদেশে ৬ বছর বসবাস করতে হবে। আরও পড়ুন, নাগরিকত্ব সংশোধনী বিল আজ রাজ্যসভায়, বিরোধীরা বেগ দিতে তৈরি থাকলেও জয়ে আশবাদী কেন্দ্র

আজ সেই বিল পেশ করা হয়েছে রাজ্যসভায় (Rajya Sabha)। এটি অমিত শাহর কাছে অগ্নিপরীক্ষার শামিল হলেও শাসক শিবির তা মানতে নারাজ। অনায়াসেই যে রাজ্যসভায় বিল পাস করানো যাবে তানিয়ে কোনও সন্দেহের অবকাশ রাখছে না কেন্দ্রের মোদি সরকার। বিরোধীরাও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, রীতিমতো তৈরি হয়েই আজ লড়াইয়ের ময়দানে নামতে চলেছে যুযুধান দুই পক্ষ।  আজ রাজ্যসভায় বিলটি পাস করতে হলে ২৪৫ জনের মধ্যে ১২০ টি ভোট এর পক্ষে যেতে হবে। বিজেপির চিন্তা আরও বাড়িয়েছে শিবসেনা (Shiv Sena)। লোকসভায় শিবসেনা নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিলেও, রাজ্যসভার ভোটে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছে উদ্ধব ঠাকরের দল। সঞ্জয় রাওয়াতও আজ বিলটির বিপক্ষে উল্টো সুর গাইছেন।



@endif