New Education Policy 2020: সোমবার জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী, থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি

নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির পৌরোহিত্যে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সব রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভার্চুয়াল বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, থাকবেন রাজ্যের শিক্ষাসচিবও। সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁরা উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য সরকার থাকবে। জাতীয় শিক্ষানীতি প্রয়োগের আগে এই আলোচনা বলে জানা গেছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে বিভিন্ন রাজ্য একাধিক অভিযোগ জানিয়েছে, সেগুলি শোনা হবে।

PM Narendra Modi (Photo Credits: PIB) ..

নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর: নতুন জাতীয় শিক্ষানীতি (New Education Policy 2020) নিয়ে সোমবার ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাষ্ট্রপতির পৌরোহিত্যে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সব রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রীদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভার্চুয়াল বৈঠকে থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, থাকবেন রাজ্যের শিক্ষাসচিবও। সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁরা উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য সরকার থাকবে। জাতীয় শিক্ষানীতি প্রয়োগের আগে এই আলোচনা বলে জানা গেছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে বিভিন্ন রাজ্য একাধিক অভিযোগ জানিয়েছে, সেগুলি শোনা হবে।

কেন্দ্রের নতুন শিক্ষানীতিকে (NEP 2020) স্বাগত জানায়নি রাজ্য সরকার। রাজ্যে নতুন জাতীয় শিক্ষানীতির পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি তৈরি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সেইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, রাজ্যের আপত্তি উপেক্ষা করে, কোনওরকম আলোচনা না করেই নতুন নীতি প্রকাশ করা হয়েছে। এই শিক্ষানীতির বিরোধিতা করে সিপিএমও। শিক্ষামন্ত্রীর তৈরি বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, সব্যসাচী বসুরায় চৌধুরি, নৃসিংপ্রসাদ ভাদুড়ি। রয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার। আরও পড়ুন, ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে শিক্ষকদের রাষ্ট্রপতি পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, দেখুন ন্যাট-র পুরো তালিকা

নতুন জাতীয় শিক্ষানীতির ফলে দেশে পড়াশোনা কাঠামোতে বড়সড় বদল আনতে চলেছে ৷ সেপ্টেম্বর-অক্টোবরে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই এই নীতি প্রণয়ন করতে চায় কেন্দ্রীয় সরকার। স্নাতক অনার্স কোর্স তিন-চার বছরের। স্নাতকোত্তরে ১ বা ২ বছরের কোর্স পড়ানো হবে ৷ এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর একসঙ্গে পড়ার জন্য ৫ বছরের একটি ইন্টিগ্রেটেড কোর্সেরও ব্যবস্থা রয়েছে নতুন জাতীয় শিক্ষানীতিতে।সেক্ষেত্রে মাল্টিপাল এনট্রি বা এগজ়িটের ব্যবস্থা থাকবে ইঞ্জিয়ারিংয়ের মতো কোর্সের ক্ষেত্রে কোনও পড়ুয়া চুড়ান্ত বর্ষের পরীক্ষা না দিলে পাস করার কোনও সুযোগ ছিল না ৷ কোনও ডিগ্রি না পেয়ে পড়ুয়া আউট অফ সিস্টেম হয়ে যেত৷ নতুন শিক্ষানীতিতে মাঝ পথে পড়া ছাড়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে শিক্ষার মানপত্র পাওয়ারও ব্যবস্থা থাকছে৷ ১ বছর বাদে সার্টিফিকেট, ২ বছর পরে ডিপ্লোমা ও ৩ বছর কোর্সের পরে একরকম ডিগ্রি সার্টিফিকেট ও ৪ বছরে কোর্স সম্পূর্ণ করার পর পুরো ডিগ্রি পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে ৷ এছাড়া অনেক নিয়ম নীতি রয়েছে।



@endif