Narendra Modi: বৃহস্পতিবার শিখ গুরু তেজ বাহাদুরের ৪০০তম প্রকাশ পর্বে লালকেল্লা থেকে ভাষণ দেবেন মোদী

শিখ গুরু তেগ বাহাদুর-জির ৪০০তম প্রকাশ পর্ব উপলক্ষ্যে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Narendra Modi (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ১৮ এপ্রিল: শিখ গুরু তেগ বাহাদুর (Tegh Bahaur) -জির ৪০০তম প্রকাশ পর্ব উপলক্ষ্যে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী বৃহস্পতিবার, ২১ এপ্রিল গুরু তেগ বাহাদুরের ৪০০তম প্রকাশ পর্বে লাল কেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, এমনটাই জানাল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। দেশের প্রধানমন্ত্রীরা সাধারণত স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসেই লাল কেল্লায় দেশের পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। আরও পড়ুন: নববর্ষেই বৃষ্টির পূর্বাভাস, চলতি সপ্তাহে ভিজবে দক্ষিণবঙ্গ

দেখুন টুইট

গুরু তেগবাহাদুর ছিলেন নবম শিখ গুরু। শিখ গুরু হিসেবে তিনি ১৬৬৫ থেকে ১৬৭৫ সাল পর্যন্ত ছিলেন। ১৬৭৫ সালে দিল্লির মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।