PM Narendra Modi: '১২ এপ্রিল সন্ধ্যা ৫টার সময় ৫ মিনিট দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান', নরেন্দ্র মোদি বললেন বিতর্কে টেনে আনতেই প্রচার

"করোনাভাইরাসে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দারুন কাজ করছেন। তাই ১২ এপ্রিল ৫টার সময় ৫ মিনিট দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা (Standing Ovation) জানান।" সম্প্রতি এই বার্তাটি সোশাল মিডিয়ায় ঘুরছে। যদিও জানা গেল এই বার্তাটি নিয়ে খোদ প্রধানমন্ত্রীই ক্ষুব্ধ। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। বুধবার তিনি কয়েকটি টুইট করেন, সেখানে তিনি জানান, এই ধরনের বার্তা ছড়িয়ে তাঁকে বিতর্কে (Controversy) টেনে আনার প্রয়াস চালানো হচ্ছে। এই বার্তাগুলি বিশ্বাস না করার জন্য জনগণকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৮ এপ্রিল: "করোনাভাইরাসে মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দারুন কাজ করছেন। তাই ১২ এপ্রিল ৫টার সময় ৫ মিনিট দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা (Standing Ovation) জানান।" সম্প্রতি এই বার্তাটি সোশাল মিডিয়ায় ঘুরছে। যদিও জানা গেল এই বার্তাটি নিয়ে খোদ প্রধানমন্ত্রীই ক্ষুব্ধ। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। বুধবার তিনি কয়েকটি টুইট করেন, সেখানে তিনি জানান, এই ধরনের বার্তা ছড়িয়ে তাঁকে বিতর্কে (Controversy) টেনে আনার প্রয়াস চালানো হচ্ছে। এই বার্তাগুলি বিশ্বাস না করার জন্য জনগণকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

এছড়া প্রধানমন্ত্রী জানিয়েছেন যে তারা যদি তাঁকে কেউ সম্মান জানাতে চান তবে করোনভাইরাসের সংকট শেষ না হওয়া অবধি একটি দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান। এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। মোদি টুইটে লেখেন, “এটা আমার নজরে এসেছে যে কিছু লোক পাঁচ মিনিট দাঁড়িয়ে আমাকে সম্মান জানাতে হবে বলে প্রচার চালাচ্ছে। আমি মনে করি এটি আমাকে বিতর্কে ফেলার চেষ্টা।” অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "কেউ যদি সত্যিই আমাকে সম্মান করতে চায় তবে সেই ব্যক্তির এই সময়ে কমপক্ষে একটি দরিদ্র পরিবারের দায়িত্ব নেওয়া উচিত। তার চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না।" আরও পড়ুন: Coronavirus Lockdown: '১৪ এপ্রিলের পর লকডাউন তোলা সম্ভব নয়', সর্বদলীয় বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এদিকে আজই প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি লকডাউন বাড়ানোর পক্ষে মত দেন। তিনি জানান, ১৪ এপ্রিলের পর লকডাউন (Lockdown) তোলা সম্ভব নয়। আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। করোনাভাইরাসের (Coronavirus) মোকাবিলায় বুধবার বিরোধী রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্স সকাল ১১টা নাগাদ শুরু হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, শিব সেনার সঞ্জয় রাউত, বিজেডি নেতা পিনাকী মিশ্র, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদবসহ অনেকেই। আলোচনায় অংশ নেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।