Narendra Modi On RBI: করোনাভাইরাসের প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে বড় পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

করোনাভাইরাসের মোকাবিলায় রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আজ সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) ঘোষণা করেন রেপো রেট কমানোর। ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে। একই ভাবে রিভার্স রেপো রেটও কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এছাড়া আগামী তিন মাসের জন্য সমস্ত ব্যাংক ঋণের ইএমআই স্থগিত রাখা হবে বলেও শক্তিকান্ত দাস জানান। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কের পিঠ চাপড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি বলেন, "করোনাভাইরাসের প্রভাব থেকে আমাদের অর্থনীতিকে রক্ষা করার জন্য বিশাল পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাদের এই ঘোষণা ব্যাঙ্কগুলির হাতে টাকা আসবে। তহবিলের ব্যয় ক হবে , মধ্যবিত্তদের এবং ব্যবসায় সহায়তা করবে।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ মার্চ: করোনাভাইরাসের মোকাবিলায় রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। আজ সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) ঘোষণা করেন রেপো রেট কমানোর। ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে। একই ভাবে রিভার্স রেপো রেটও কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এছাড়া আগামী তিন মাসের জন্য সমস্ত ব্যাংক ঋণের ইএমআই স্থগিত রাখা হবে বলেও শক্তিকান্ত দাস জানান। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য রিজার্ভ ব্যাঙ্কের পিঠ চাপড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তিনি বলেন, "করোনাভাইরাসের প্রভাব থেকে আমাদের অর্থনীতিকে রক্ষা করার জন্য বিশাল পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাদের এই ঘোষণা ব্যাঙ্কগুলির হাতে টাকা আসবে। তহবিলের ব্যয় ক হবে , মধ্যবিত্তদের এবং ব্যবসায় সহায়তা করবে।"

করোনার কাঁটায় রেপোরেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। করোনার গেরোয় তলানিতে এসে ঠেকেছে বিশ্ব অর্থনীতি। এমনিতেই মন্দার ভারে জরাজীর্ণ ভারতীয় অর্থনীতির এখন বেহাল দশা। এই সময় করোনাভাইরাসে সংক্রমণ হু হু করে বাড়ছে দেশে। দেশজুড়ে ২ দিনের লকডাউন শুরু হয়েছে। ভেন্টিলেটর থেকে আইসোলেশন ওয়ার্ড, কোয়ারেন্টাইন, পর্যাপ্ত বেড, চিকিৎসক, চিকিৎসাকর্মী, মাস্ক, গ্লাভস, ওষুধ, স্যানিটাইজার, সবকিছুর ভাঁড়ারে টান। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই ১.৭ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার পরের দিনই সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করলেন রেপো রেট কমানোর। আরও পড়ুন: RBI Reduces Repo Rate: করোনার জের, ৭৫ বেসিস পয়েন্টে রেপো রেট কমালো আরবিআই

শক্তিকান্ত দাস বলেন, "শেয়ার বাজারে ধীরে ধীরে স্থিতাবস্থা আসছে, ডলারের তুলনায় টাকার বিনিময়মূল্য কমছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বেসরকারি ব্যাঙ্কে যাঁর যা সঞ্চয় আছে, তা সুরক্ষিত। করোনার জেরে সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে।"