Doctor's Day 2020: করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা, চিকিৎসক দিবসে দেশের ডাক্তারদের স্যালুট জানালেন প্রধানমন্ত্রী

মহামারী করোনায় বিধ্বস্ত গোটা দেশ। অযাচিত শত্রুর বিরুদ্ধে জারি রয়েছে নিরন্তর লড়াই। এর মধ্যেই চিকিৎসক দিবসে দেশে সমস্ত চিকিৎসকদের স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক টুইট বার্তায় এদিন তিনি বলেন, “ভারত আমাদের চিকিৎসকদের স্যালুট জানায়। তাঁরাই হলেন ব্যাতিক্রমী যত্নশীল। যাঁরা মহামারী করোনার বিরুদ্ধে এই অসম লড়াইটা সামনে থেকে লড়ছেন।” প্রতিবছর ১ জুলাই দিনটিকে গোটা দেশ চিকিৎসক দিবস হিসেবেই পালন করে আসছে। এই দিনটি আসলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা খ্যাতনামা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: Youtube/PMO)

নতুন দিল্লি, ১ জুলাই: মহামারী করোনায় বিধ্বস্ত গোটা দেশ। অযাচিত শত্রুর বিরুদ্ধে জারি রয়েছে নিরন্তর লড়াই। এর মধ্যেই চিকিৎসক দিবসে দেশে সমস্ত চিকিৎসকদের স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক টুইট বার্তায় এদিন তিনি বলেন, “ভারত আমাদের চিকিৎসকদের স্যালুট জানায়। তাঁরাই হলেন ব্যাতিক্রমী যত্নশীল। যাঁরা মহামারী করোনার বিরুদ্ধে এই অসম লড়াইটা সামনে থেকে লড়ছেন।” প্রতিবছর ১ জুলাই দিনটিকে গোটা দেশ চিকিৎসক দিবস হিসেবেই পালন করে আসছে। এই দিনটি আসলে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা খ্যাতনামা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। আরও পড়ুন-COVID-19 Cases In India: ভারতে করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৫ হাজার ছাড়িয়ে গেল, একদিনে আক্রান্ত ১৮, ৬৫৩ জন

যত দিন এগোচ্ছে, দেশে ততই মহমারী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে সিংহভাগ দেশবাসীকে নিরাপদ রাখতে বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে। যত বেশি বাড়িতে থাকবেন তত সংক্রমণ থেকে রেহাই পাবেন। অন্যদিকে সংক্রমণ রুখতে বাড়ি ঘর স্বজন পরিজন ভুলে হাসপাতালেই দিনের পর দিন কাজ করে চলেছেন চিকিৎসকরা। চলছে কোভিড রোগীকে বিপদ মুক্ত করার লড়াই। বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৫ হাজার ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৭ হাজার ৪০০। এমতাবস্থায় ফের চিকিৎসক দিবস চলে এল। এই দিনটিকে করোনা যোদ্ধার ভূমিকায় থাকা চিকিৎসকদের জন্য রইল শুভেচ্ছা, ধন্যবাদ। তাঁদের মহান কাজের জন্য স্যালুট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।