PM Modi In Ayodhya: 'অযোধ্যার উন্নয়ন স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রধানমন্ত্রী মোদি

পূর্ব নির্ধারিত সূচি মেনে শনিবার দুপুরে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর ও অযোধ্যা ধাম রেলস্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Photo Credits: ANI

অযোধ্যা: পূর্ব নির্ধারিত সূচি মেনে শনিবার দুপুরে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর (Ayodhya Dham Airport) ও অযোধ্যা ধাম রেলস্টেশনের (Ayodhya Dham Railway Station) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তারপরই নতুন বিমানবন্দরের সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাম মন্দির তৈরির কারণে অযোধ্যার যে উন্নয়ন হবে তার ফলে এখানকার স্থানীয় মানুষদের জন্য নতুন কর্মসংস্থানের প্রচুর সুযোগ (employment opportunities) তৈরি হবে বলে দাবি করলেন তিনি। আরও পড়ুন: Rajyavardhan Singh Rathore: রাজস্থানে মন্ত্রী হিসেবে শপথ অলিম্পিক পদকজয়ী রাজ্যবর্ধন সিং রাঠোরের

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "অযোধ্যার উন্নয়ন এখানকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বিশ্বের যে দেশই হোক না কেন তাকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাতে হলে তার ঐতিহ্যের যত্ন নিতে হবে। এতদিন তাঁবুতে ছিলেন রাম লালা, আজ শুধু রাম লালা নয় দেশের ৪ কোটি গরিবকে পাকা বাড়ি দেওয়া হয়েছে। সৌভাগ্যক্রমে এই ঐতিহাসিক মুহূর্তটি আমাদের সকলের জীবনে এসেছে। আমাদের দেশের জন্য একটি নতুন সংকল্প নিতে হবে এবং নিজেদেরকে নতুন শক্তিতে পূর্ণ করতে হবে। এর জন্য ২২ জানুয়ারি ১৪০ কোটি দেশবাসীকে তাঁদের বাড়িতে রাম জ্যোতি প্রজ্জ্বলিত করা উচিত এবং দীপাবলি উদযাপন করা উচিত।"

দেখুন ভিডিয়ো:

অযোধ্যার উন্নয়ন প্রসঙ্গে বলতে গিয়ে মোদি আরও বলেন, "এখানে ভগবান রামের একটি বিশাল মন্দির নির্মাণের পর এখানে আসা মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এই কথা মাথায় রেখে আমাদের সরকার অযোধ্যায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে এবং অযোধ্যাকে আধুনিক করে তুলছে। আজ আমি অযোধ্যাধাম বিমানবন্দর এবং রেলওয়ে স্টেশন উদ্বোধন করার সৌভাগ্য পেয়েছি। মহর্ষি বাল্মীকির নামে অযোধ্যা বিমানবন্দরের নামকরণ করায় আমি খুশি। মহর্ষি বাল্মীকি রামায়ণের মাধ্যমে ভগবান রামের কাজের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আধুনিক ভারতে মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যা ধাম, আমাদেরকে ঐশ্বরিক-মহা-নতুন রাম মন্দিরের সঙ্গে সংযুক্ত করবে। বর্তমানে অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনের ১০-১৫ হাজার লোককে পরিষেবা দেওয়ার ক্ষমতা রয়েছে। স্টেশনটির সম্পূর্ণ উন্নয়নের পর, প্রতিদিন ৬০ হাজার মানুষ অযোধ্যাধাম রেলওয়ে স্টেশনে যাতায়াত করতে পারবেন।" আরও পড়ুন: Delhi: রাজধানীর ব্যস্ত রাস্তায় গাড়িতে ভাঙচুর, চালককে এলোপাথাড়ি মার, রইল ভিডিয়ো