Diwali 2019: দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
দেশবাসীকে দীপাবলী/ দিওয়ালির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিওয়ালির উৎসব সবার জীবন উজ্জ্বল করে সমৃদ্ধি-সুস্বাস্থ্য আনুক, চারিদিকে সুখ ছড়িয়ে পড়ুক এমন কামনা করেই টুইটারে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন মোদি।
নতুন দিল্লি, ২৭ অক্টোবর: Diwali 2019- দেশবাসীকে দীপাবলী/ দিওয়ালির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। দিওয়ালির উৎসব সবার জীবন উজ্জ্বল করে সমৃদ্ধি-সুস্বাস্থ্য আনুক, চারিদিকে সুখ ছড়িয়ে পড়ুক এমন কামনা করেই টুইটারে দেশবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানালেন মোদি। গত শুক্রবার নরেন্দ্র মোদি বলেছিলেন,'দেশবাসীকে অনুরোধ করছি এবারে দিওয়ালিতে ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানান ৷ শুভেচ্ছা জানান, নৌবাহিনী, বায়ুসেনা, ভারতের নিরাপত্তার সঙ্গে জড়িত সবাইকে ৷'
টুইটারের মাধ্যমে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট বার্তায় রামনাথ কোবিন্দ লেখেন, ' দীপবালির শুভ উৎসবে প্রত্যেক নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসুন সবাই চেষ্টা করে তাদের জীবনে খুশি আনার যারা ভাগ্যের কম সহায়তা পেয়েছে এবং সাহায্যের দরকার। ভালবাসা, যত্নের প্রদীপ জ্বালিয়ে ওদের পাশে দাঁড়াই সবাই মিলে। আরও পড়ুন-কালীপুজোয় বাড়তি পদক্ষেপ লালবাজারের, শহরজুড়ে মোতায়েন ৫ হাজার পুলিশ
দেশবাসীকে দীপাবলি/দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী। কেরলের ওয়ানডের সাংসদ রাহুল লিখলেন, প্রত্যেককে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। আপনাদের দিনগুলো যেন শান্তি এবং সুখের হয়।
এদিকে, দিল্লি থেকে বিহার। মুম্বই থেকে কলকাতা। দেশের সর্বত্র আজ দীপাবলি/দিওয়ালির উৎসবে মেতেছে। এদিক, আজ রবিবার কালীপুজো (Kali Puja)। শক্তির আরাধনায় মেতে উঠেছে রাজ্যবাসী। সকাল থেকে কালীঘাট (Kalighat), দক্ষিণেশ্বর (Dakshineswar Kali Temple), তারাপীঠ (Tarapith) সহ রাজ্যের বিভিন্ন কালী তীর্থগুলিতে ভক্তদের ঢল নেমেছে। সকলের মনের অন্ধকার দূর করে আলোয় ভরিয়ে দিক এই প্রার্থনা করেই আজ সকাল শুরু করেছে বাঙালি। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই কালী পুজো (Kali Puja) করা হয়। আর এই উৎসবের মরশুমে সবচেয়ে কঠিন কাজ যাদের কারা হল পুলিশ।