PM Narendra Modi Praises RBI: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ, RBI-র প্রশংসা নরেন্দ্র মোদির
করোনার বাজারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) ৫০ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সেই প্যাকেজেরই প্রশংসা করলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায় আরবিআই-এর পদক্ষেপ একদিকে টাকার যোগান বাড়াবে অন্য দিকে ছোট ব্যবসায়ী ও গরীব মানুষদের মুখে খাবার তুলে দেবে। শুক্রবার টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন,"রিজার্ভ ব্যাঙ্কের আজকের ঘোষণা বাজারে অর্থের জোগান বাড়াবে। এই পদক্ষেপের মধ্যে দিয়ে উপকৃত হবেন ছোট শিল্পোদ্যোগীরা, কৃষকসমাজ ও দারিদ্ররেখার নীচে থাকা মানুষজন।"
নতুন দিল্লি, ১৭ এপ্রিল: করোনার বাজারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) ৫০ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সেই প্যাকেজেরই প্রশংসা করলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর কথায় আরবিআই-এর পদক্ষেপ একদিকে টাকার যোগান বাড়াবে অন্য দিকে ছোট ব্যবসায়ী ও গরীব মানুষদের মুখে খাবার তুলে দেবে। শুক্রবার টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন,"রিজার্ভ ব্যাঙ্কের আজকের ঘোষণা বাজারে অর্থের জোগান বাড়াবে। এই পদক্ষেপের মধ্যে দিয়ে উপকৃত হবেন ছোট শিল্পোদ্যোগীরা, কৃষকসমাজ ও দারিদ্ররেখার নীচে থাকা মানুষজন।"
দেশের আর্থিক পরিস্থিতি যাতে একেবারে ভেঙে না পড়ে তা সুনিশ্চিত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস বলেন, ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে নাবার্ডকে। মাইক্রোফিনান্সের জন্যে বরাদ্দ হয়েছে ৫০হাজার কোটি টাকা। আবাসন নির্মাণ শিল্পেও তিনি ১০ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন। আরও পড়ুন: RBI Governor Shaktikanta Das: করোনার বাজারে ক্ষুদ্র ও মাঝারী শিল্পে ৫০ হাজার কোটির আর্থিক প্যাকেজ ঘোষণা রিজার্ভ ব্যাংকের
তিনি বলেন, "ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ১.৯ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার ৭.৪ শতাংশ। জি-২০ দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সব থেকে বেশি। করোনা মোকাবিলায় রিজার্ভ ব্যাঙ্ক সমগ্র পরিস্থিতির উপরে নজর রাখছে। করোনা মোকাবিলায় ব্যাঙ্কগুলিতে নগদের জোগান বাড়ানো হয়েছে। জিডিপি-র ৩.২ শতাংশ নগদের জোগান দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় সামনের সারিতে থাকা চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের কুর্নিশ জানিয়েছেন তিনি। আইএমএফ ইতিমধ্যেই করোনা ত্রস্ত দেশকে মহামন্দার পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে। বিশ্বের অর্থনীতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইএমএফ আর্থিক বৃদ্ধিতে ধাক্কার আশঙ্কা প্রকাশ করেছে। সবথেকে বড় ক্ষতির মুখে গাড়ি শিল্প।"