PM Narendra Modi: সোমবার থেকে দেশের বিভিন্ন জায়গায় ৩৬ ঘণ্টায় ৫ হাজার কিমি সফর করবেন নরেন্দ্র মোদী

আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত নানা কর্মসূচিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)।

PM Narendra Modi (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ২২ এপ্রিল: আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত নানা কর্মসূচিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। সোমবার, ২৪ এপ্রিল দেশের রাজধানী দিল্লি থেকে শুরু করে মধ্যপ্রদেশ, তারপর সোজা দক্ষিণ ভারত কেরল সফরে যাবেন মোদী। তারপর দমন, সুরাট হয়ে দিল্লিতে ফিরবেন মোদী। সোমবার থেকে ৩৬ ঘণ্টায় দেশের ৭টি শহরে মোট আটটি অনষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী পাড়ি দেবেন ৫ হাজার কিলোমিটারেরও বেশী দূরত্ব।

সোমবার প্রথমে দিল্লি থেকে মোট ৫০০ কিমি পথ সফর করে মধ্যপ্রদেশের খাজুরাহ-তে যাবেন মোদী। খাজুরাহ থেকে রেওয়ায় গিয়ে জাতীয় পঞ্চায়েত দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রেওয়া থেকে ২৮০ কিলোমিটার ফিরে এসে খাজুরাহ বিমানবন্দর থেকে তিনি সোজা উড়ে যাবেন কেরলের কোচিতে। খাজুরাহো থেকে কোচির আকাশ পথে দূরত্ব ১৭০০ কিলোমিটার। কোচিতে 'যুবম কনক্লেভে' যোগ দেবেন প্রধানমন্ত্রী। আরও পড়ুন-ফের দেশে করোনায় দৈনিক সংক্রমণ ১২ হাজার ছাড়াল, একদিনে মৃত ৪২

তার পরদিন মঙ্গলবার সকালে মোদী কোচি থেকে সোজা যাবেন তিরুবনন্তপুরমে। কেরলের এই দুটি জায়গার মধ্যে দূরত্ব ১৯০ কিলোমিটার। সেখানে তিনি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন।পাশাপাশি তিরুবন্ততপুরমে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে মোদীর।

সেখান থেকে ১৫৭০ কিলোমিটার আকাশ পথে ভ্রমণ করে গুজরাটের সিলভাস্সায় যাবেন মোদী। সিলভাস্সায় নামো মেডিক্য়াল কলেজ পরিদর্শনের পাশাপাশি বেশ কিছু প্রজেক্টের উদ্বোধন করবেন। গুজরাট থেকে কেন্দ্রশাসিত অঞ্চল দমনের দেবকা সিফন্টের উদ্বোধন করবেন তিনি। দমনে সংক্ষিপ্ত সফর সেরেই তিনি যাবেন সুরাটে।

সুরাটে বেশ কিছু সরকারী কর্মসূচি সেরে ৯৪০ কিলোমিটার সফর করে তিন দিনের ব্যস্ত সূচি শেষ করে  মোট ৫ হাজার কিলোমিটার দূরত্দেব অতিক্রম করে দেশের রাজধানী শহরে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।