PM Modi: মেট্রো চড়ে নাগপুর মেট্রো প্রকল্পের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সূচনা বন্দে ভারতের
রবিবারের সকালটা নাগপুরে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিলান্যাসের পিছনে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা থেকে এইমসের উন্মোচন, মেট্রো প্রকল্পের শিলান্যাস-কমলালেবুর শহরে রবিবাসরীয় মঞ্চ জমিয়ে দিলেন মোদী।
নাগপুর, ১০ ডিসেম্বর: রবিবারের সকালটা নাগপুরে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন, শিলান্যাসের পিছনে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা থেকে এইমসের উন্মোচন, মেট্রো প্রকল্পের শিলান্যাস-কমলালেবুর শহরে রবিবাসরীয় মঞ্চ জমিয়ে দিলেন মোদী। মহারাষ্ট্রের নাগপুরে মেট্রো রেল আকারে আরও বাড়তে চলেছে। গত বছর দেশের ১৩তম শহর হিসেবে নাগপুরে মেট্রো সফর শুরু হওয়ার পর, আজ রবিবার নাগপুরে গিয়ে সেখানকার মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬৭০০ কোটি টাকা বাজেটের নাগপুর মেট্রো প্রকল্পের শিলন্যাসে মোদীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতীন গডকরি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবীশ ও রাজ্যপাল বিএস কোশায়রি।
নাগপুর থেকে শিরডিকে যোগ করবে এই মেট্রো প্রকল্প। মোট ৫২০ কিলোমিটার পথে ছুটবে নাগপুর প্রথম পর্যায়ের বর্ধিত অংশ। আরও পড়ুন-পাশবিক! চলন্ত গাড়িতে মহিলাকে শ্লীলতাহানির সময় ধাক্কাধাক্কিতে মৃত ১০ মাসের শিশু
দেখুন ছবিতে
নাগপুর মেট্রোর দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসের আগে টিকিট কেটে সেখানকার মেট্রোতে চড়লেন প্রধানমন্ত্রী মোদী। ফ্রিডম পার্ক স্টেশন থেকে খাপরি পর্যন্ত মেট্রো সফর করলেন মোদী। মেট্রোতে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে কথাও বললেন প্রধানমন্ত্রী।
ছবিতে মেট্রোয় টিকিট কাটছেন প্রধানমন্ত্রী
এর আগে নাগপুরে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন মোদী। নাগপুর-বিলাসপুর রুটে বন্দে-ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদী। পাশাপাশি নাগপুর এইমস (AIIMS)-র উন্মোচনও করেন প্রধানমন্ত্রী।