প্রতীকী ছবি (Photo credits: Pixabay)

পালঘর: চলন্ত গাড়ির মধ্যে এক মহিলাকে শ্লীলতাহানি (molest) করার সময় তাঁর ১০ মাসের কন্যা সন্তানকে (10 month old girl) মেরে ফেলল দুষ্কৃতীরা। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর (Palghar) জেলার মান্ডবী (Mandvi) পুলিশ স্টেশনের অন্তর্গত মুম্বই-আমেদাবাদ হাইওয়েতে (Mumbai-Ahmedabad highway) । ইতিমধ্যে এই বিষয়ে একটি মামলাও দায়ের হয়েছে জনৈক বিজয় কুশওয়াহার (Vijay Kushwaha) নামে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলাও। আরও পড়ুন: রাস্তায় একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে কামড়ে দিল একদল কুকুর, লখনউে জখম মহিলা

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার একটি ক্যাবে করে পেলহার (Pelhar) এলাকা থেকে ওয়াদা তেহশিলের (Wada tehsil) অন্তর্গত পোসেয়ারে (Poshere) ফিরছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল তাঁর ১০ মাসের ছোট্ট শিশু কন্যা। সেইসময় ক্যাবের মধ্যে চালক ও সহযাত্রীরা ওই মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে বলে অভিযোগ। মহিলাটি বাধা দিতে গেলে তাঁর শিশুকন্যাকে কেড়ে নিয়ে গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্তরা। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। পরে ওই মহিলাকেও ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হলে গুরুতর জখম (serious injuries) হন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে জনৈক বিজয় কুশওয়াহার নামে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ৩৫৪ ধারায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে।