Police: 'মৃতেদহ কেউ জলে ভাসাবেন না', দেখুন উত্তরপ্রদেশ পুলিশের ভিডিয়ো

পুলিশের প্রচার

গাজিপুর, ১৪ মে: কখনও বক্সার আবার গাজিপুর। বিহার এবং উত্তরপ্রদেশে (UP) গঙ্গায় একের পর এক মৃতদেহ (Deadbody) ভেসে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিহারে গঙ্গায় ১০০টি মৃতদেহ ভেসে আসার পরদিনই গাজিপুরে আতঙ্ক ছড়ায়। কোভিডে (COVID 19) মৃতদের সৎকার না করে গঙ্গায় ভাসিয়ে দেওয়াতেই, সেগুলি নদীর স্রোতে ভেসে আসতে শুরু করেছে বলে অনুমান প্রশাসনের।

গাজিপুরে (Ghazipur) গঙ্গায় (Ganga) যখন মৃতদেহ ভেসে আসতে শুরু করে, তখন পুলিশ প্রশাসন জোর কদমে নজরদারি শুরু করে। এমনকী, মৃতেদহ কেউ গঙ্গায় ভাসিয়ে দেবেন না, তাঁর সৎকার করবেন বলে আবেদন জানায় পুলিশ (Police)। গঙ্গার পাড়ে যাঁরা বসবাস করেন, তাঁরা যাতে মৃতদেহ জলে ভাসিয়ে না দেন, সে বিষয়ে সতর্কতা জারি করে পুলিশ। এমনকী, কেউ যদি মৃতদেহ সৎকার না করে, জলে ভাসিয়ে দিতে আসেন, তাঁদের নিষেধ করুন বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন: Covid 19: হাসপাতালে গেয়ে ওঠেন 'লভ ইউ জিন্দগি', কোভিড কাড়ল সেই তরুণীর প্রাণ

পাশাপাশি কেউ যদি সৎকারের খরচ বহন করতে না পারেন, তাহলে পুলিশ তার ব্যবস্থা করবে বলেও দেওয়া হয় আশ্বাস।