Patidar Stir Case: ৬ মার্চ পর্যন্ত হার্দিক প্যাটেলের জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২০১৫-এ গুজরাতের পাতিদার আন্দোলন (Patidar Andolan, Gujrat)। পাতিদার আন্দোলনের নেতা হিসেবে উঠে এসেছিল সে রাজ্যেরই এক অনামি মুখ-হার্দিক প্যাটেলের (Hardik Patel) নাম। তবে তার সঙ্গেই জন নেতার নামে জুড়ে গিয়েছিল সেই আন্দোলনে হিংসা ছড়ানোর অভিযোগের মামলা। সেই মামলায় আজ শুক্রবার এক শুনানি দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে ওই মামলায় আগামী ৬ মার্চ পর্যন্ত কংগ্রেস নেতার জামিন মঞ্জুর করা হয়েছে।

হার্দিক প্যাটেল (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: ২০১৫-এ গুজরাতের পাতিদার আন্দোলন (Patidar Andolan, Gujrat)। পাতিদার আন্দোলনের নেতা হিসেবে উঠে এসেছিল সে রাজ্যেরই এক অনামি মুখ-হার্দিক প্যাটেলের (Hardik Patel) নাম। তবে তার সঙ্গেই জন নেতার নামে জুড়ে গিয়েছিল সেই আন্দোলনে হিংসা ছড়ানোর অভিযোগের মামলা। সেই মামলায় আজ শুক্রবার এক শুনানি দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে ওই মামলায় আগামী ৬ মার্চ পর্যন্ত কংগ্রেস নেতার জামিন মঞ্জুর করা হয়েছে।

বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি বিনীত সরনের একটি বেঞ্চ গুজরাত সরকারকে তার বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন জানিয়ে নোটিশ জারি করেছিল। বিচারপতিদের ওই বেঞ্চ জানায়, "ওই মামলা রুজু হয় ২০১৫ সালে। কিন্তু সেই মামলায় তদন্তের কাজ এখনও স্থগিত।" এদিকে চলতি বছরের ৪ জানুয়ারি জেল থেকে বেরিয়েছিলেন হার্দিক প্যাটেল। কিন্তু, তারপর থেকেই খোঁজ মিলছে না গুজরাটের পাতিদার (Patidar) আন্দোলনের নেতার। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা একটি ভিডিওতে এমনই দাবি করেছিলেন তাঁর স্ত্রী কিঞ্জল প্যাটেল (Kinjal Patel)। তাঁর স্বামীকে গুজরাট প্রশাসনের তরফে টার্গেট করা হচ্ছে বলেও জানিয়েছিলেন ওই ভিডিওতে। এই অভিযোগ জানিয়ে কিঞ্জল বলেন, ‘গত ২০ দিন ধরে নিখোঁজ রয়েছেন আমার স্বামী। তিনি কোথায় আছেন? কী করছেন? সেই বিষয়ে আমাদের কাছে কোনও খবর নেই। এই বিষয়টি আমাদের গভীরভাবে ব্যথা দিচ্ছে। আমরা চাই মানুষ আমাদের বিচ্ছেদের জ্বালা বুঝুক। এই বিষয়ে কিছু করুক।’ আরও পড়ুন: New Police Commissioner Of Delhi: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লির কমিশনার পদে বসতে চলেছেন এসএন শ্রীবাস্তব, বিবৃতি দিল স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র

হার্দিককে প্রকাশ্যে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছেন তিনি। গত ১১ তারিখ যেমন দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (CM Arvind Kejriwal) জয়ের জন্য টুইট করে অভিনন্দন জানান তিনি। আর তার আগের দিন টুইট করে গুজরাট সরকার তাঁকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে জেলবন্দি করে রাখতে চাইছে বলেও অভিযোগ করেন।