Parliament Monsoon Session: ৯০ মিনিট ধরে মণিপুরকে এড়িয়ে গেলেন, কথা বললেন ওয়াকআউটের পর, প্রধানমন্ত্রীকে আক্রমণ বিরোধী শিবিরের
নরেন্দ্র মোদীর গলায় মণিপুর নিয়ে আশ্বাসের বাণী শোনা গেলেও, বিরোধীদের কড়া কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। বৃহস্পতিবার সংসদে বলার সময় ৯০ মিনিট ধরে মণিপুর প্রসঙ্গ উত্থাপন করেননি প্রধানমন্ত্রী।
দিল্লি, ১১ অগাস্ট: বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে মণিপুরে শান্তি ফিরবে বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । এমনকী উত্তরপূর্ব তাঁর হৃদয়ের অংশ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে নরেন্দ্র মোদীর গলায় মণিপুর নিয়ে আশ্বাসের বাণী শোনা গেলেও, বিরোধীদের কড়া কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। বৃহস্পতিবার সংসদে বলার সময় ৯০ মিনিট ধরে মণিপুর প্রসঙ্গ উত্থাপন করেননি প্রধানমন্ত্রী। এরপর সংসদ থেকে তাঁরা ওয়াকআউট করলে, তখন মণিপুরের প্রসঙ্গ প্রধানমন্ত্রী তোলেন বলে কড়া আক্রমণ করে বিরোধী শিবির।
বৃহস্পতিবার সংসদে যখন প্রধানমন্ত্রী অনাস্থা প্রস্তাবের জবাবি বক্তব্য রাখছেন, সেই সময় ওয়াকআউট করেন ইন্ডিয়া জোটের বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েন অভিযোগ করেন, ৯০ মিনিট ধরে সংসদে মণিপুরের প্রসঙ্গ এড়িয়ে যান প্রধানমন্ত্রী। সেই কারণেই প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে ইন্ডিয়া জোটের সদস্যরা ওয়াকআউটের সিদ্ধান্ত নেয়।