Palghar Mob Lynching Case: পথ দুর্ঘটনায় মৃত পালঘর সাধু হত্যাকাণ্ডের প্রতিনিধিত্বকারী আইনজীবী দিগ্বিজয় ত্রিবেদী

বুধবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় পালঘর সাধু হত্যাকাণ্ডের প্রতিনিধিত্বকারীদের এক আইনজীবী দিগ্বিজয় ত্রিবেদীর মৃত্যু হয়। অ্যাডভোকেট পিএন ওঝার নেতৃত্বে এই মামলায় ৩৫ বছর বয়সী আইনজীবীও ছিলেন। খবর অনুযায়ী, তিনি দহনু আদালতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তাঁর সহকর্মী প্রীতি ত্রিবেদীকে নিয়ে গাড়িতে যাচ্ছিলেন তখনই মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে (NH-48) এই ঘটনাটি ঘটে।

আইনজীবী দিগ্বিজয় ত্রিবেদী (Photo Credits: Twitter/@Palghar_Police)

পালঘর, ১৫ মে: বুধবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় পালঘর সাধু হত্যাকাণ্ডের (Palghar Sadhu Lynching Case) প্রতিনিধিত্বকারীদের এক আইনজীবী দিগ্বিজয় ত্রিবেদীর (Advocate Digvijay Trivedi) মৃত্যু হয়। অ্যাডভোকেট পিএন ওঝার নেতৃত্বে এই মামলায় ৩৫ বছর বয়সী আইনজীবীও ছিলেন। খবর অনুযায়ী, তিনি দহনু আদালতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তাঁর সহকর্মী প্রীতি ত্রিবেদীকে নিয়ে গাড়িতে যাচ্ছিলেন তখনই মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে (NH-48) এই ঘটনাটি ঘটে।

"প্রয়াত দিগ্বিজয় ত্রিবেদী ও তাঁর সহকর্মী প্রীতি ত্রিবেদী গাড়িতে আসছিলেন। গাড়ি নিয়ন্ত্রণ না করতে পেরে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানা গেছে। প্রীতি ত্রিবেদী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে টুইট করে জানায় পালঘর পুলিশ। পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি এর পিছনে বড়সড় ষড়যন্ত্র বলে দাবি করেছে। আরও পড়ুন, শুক্রবারের ভোটের আগেই ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের করোনাভাইরাস আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা আমেরিকায়

বিজেপি নেতা সম্বিত পাত্র একটি টুইট বার্তায় বলেছেন, "পালঘর মব লিচিং মামলায় ভিএইচপির আইনজীবী, দিগ্বিজয় ত্রিবেদী সড়ক দুর্ঘটনায় মারা যান। এই খবরটি বিভ্রান্তিকর। ইটা খুবই কাকতালীয় ঘটনা যে পালঘর মামলায় যারা আওয়াজ উঠিয়েছেন তারা সকলেই কংগ্রেস কর্মীদের দ্বারা আক্রমিত হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার্ড করছেন। এই বিষয়টি নিয়ে তদন্ত হোক।"

তবে, পিএন ওঝা ইন্ডিয়া টুডে-এর সঙ্গে কথা বলে জানিয়ে দেন, দিগ্বিজয় ত্রিবেদী বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) বা বিজেপির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন, "দুর্ঘটনার বিষয়ে আমি কোনও কথা বলতে পারি না। তিনি একজন জুনিয়র আইনজীবী ছিলেন এবং শিখতে চেয়েছিলেন। তাই ওকে এই কাজে নিয়েছিলাম। আমাদের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে আরটিও-র অপেক্ষা করতে হবে।"