IPL Auction 2025 Live

Rahul Gandhi: 'ভারত ঐক্যবদ্ধ ছিল বলেই ১৩ দিনে পাক বাহিনীকে পর্যুদস্ত করে সেনা', বিজয় দিবসে বললেন রাহুল

ভারতের প্রতি ধর্মের মানুষ বর্ণের মানুষ এক হয়ে ওই সময় পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেন। ভারতকে জয়ী করতে কয়েক লক্ষ মানুষ নিজেদের ঘর থেকে সোনা গয়না ওই সময় সরকারের হাতে তুলে দেন বলে জানান রাহুল গান্ধী। দেশের মানুষের মধ্যে যদি ভেদাভেদ থাকত, তাহলে ১৩ দিনের মাথায় ভারত এই জয় পেত না বলেও মন্তব্য করতে শোনা যায় রাহুলকে।

Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

দেরাদুন, ১৬ ডিসেম্বর:  বিজয় দিবস (Vijay Diwas) উপলক্ষ্যে বৃহস্পতিবার দেরাদুনে হাজির হন রাহুল গান্ধী (Rahul Gandhi)। দেরাদুনে হাজির হয়ে বিজয় দিবস উপলক্ষ্য়ে বলতে গিয়ে ঐক্যবদ্ধ ভারতের কথা তুলে ধরেন। রাহুল বলেন, ১৯৭১ সালে ১৩ দিনের মাথায় ভারতীয় সেনার হাতে পরাজিত হয় পাকিস্তানি বাহিনী। ভারত ঐক্যবদ্ধ ছিল বলেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার কাছে পরাস্ত হয় পাক বাহিনী (Pakistan)। আমেরিকা দীর্ঘ ২০ বছর ধর যুদ্ধ চালায় আফগানিস্তানে, অথচ ভারত (India) মাত্র ১৩ দিন লড়াই করে পাক বাহিনীকে পরাস্ত করে। গোটা দেশের মানুষ ঐক্যদ্ধ ছিল বলেই ১৩ দিনের মাথায় জয় আসে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। যে কোনও যুদ্ধ কয়েক বছর ধরে চলে। অথচ পাকিস্তানকে ভারত পরাজিত করে মাত্র ১৩ দিনে। এটা কখনও ভোলা উচিত নয় বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। ভারতের প্রতি ধর্মের মানুষ বর্ণের মানুষ এক হয়ে ওই সময় পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেন। ভারতকে জয়ী করতে কয়েক লক্ষ মানুষ নিজেদের ঘর থেকে সোনা গয়না ওই সময় সরকারের হাতে তুলে দেন বলে জানান রাহুল গান্ধী। দেশের মানুষের মধ্যে যদি ভেদাভেদ থাকত, তাহলে ১৩ দিনের মাথায় ভারত এই জয় পেত না বলেও মন্তব্য করতে শোনা যায় রাহুলকে।

১৯৭১-এ বাংলাদেশকে (Bangladesh) পাক বাহিনী মুক্ত করে ভারতীয় সেনা। বিজয় দিবস উপলক্ষ্যে আজ ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পাক বাহিনীকে হঠিয়ে বাংলাদেশকে স্বাধীন করে ভারতীয় সেনা। বিজয় দিবস উপলক্ষ্যে ওই ট্যুইটের পর আজ দেরাদুনে হাজির হন রাহুল গান্ধী।

আরও পড়ুন:  Rahul Gandhi: 'লাখিমপুর খেরিতে যে মন্ত্রী কৃষকদের হত্যা করছেন, তাঁর ইস্তফা, শাস্তি চাই', অভিযোগ রাহুলের

এদিকে লাখিমপুর খেরির ঘটনায় বৃহস্পতিবার ফের সাংসদে সরব হলেন রাহুল গান্ধী। লোকসভার অধিবেশন হাজির হয়ে আজ রাহুল গান্ধী অভিযোগ করেন,  লাখিমপুর খেরিতে যেভাবে কৃষকদের মৃত্যু হয়, সে বিষয়ে তাঁরা আলোচনা চান। ওই ঘটনায় কেন্দ্রের মন্ত্রীর যে সংযোগ রয়েছে, সে বিষয়ে আলোচনা করতে চান বলে জানান কংগ্রেস নেতা। লাখিমপুর খেরিতে যেভাবে কৃষকদের মৃত্যু হয়, সেই ঘটনায় যে মন্ত্রী জড়িত, তাঁকে ইস্তফা দিতে হবে এবং শাস্তি দিতে হবে বলে দাবি করেন রাহুল গান্ধাী।