P Chidambaram: 'সরকার সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না'...১০৬ দিন পর জেল থেকে বেরিয়ে বললেন পি চিদম্বরম
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় (INX Media Case) গতকাল বুধবারই জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (Ex Finance Minister P Chidambaram)। ১০৬ দিন পর তিহাড় জেল মুক্তি পেয়েছেন তিনি। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর সুপ্রিম কোর্টের রায়ে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ছিল তাঁর সংসদে হাজির হওয়ার দিন। তবে শুধু অধিবেশনে উপস্থিত হওয়া নয়, এদিন তিনি যোগ দেন কংগ্রেসের বিক্ষোভেও। তখনই পুরনো ঝাঁজে তাঁকে বলতে শোনা গেল, 'সরকার সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না।'
নতুন দিল্লি, ৫ ডিসেম্বর: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় (INX Media Case) গতকাল বুধবারই জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম (Ex Finance Minister P Chidambaram)। ১০৬ দিন পর তিহাড় জেল মুক্তি পেয়েছেন তিনি। দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর সুপ্রিম কোর্টের রায়ে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার ছিল তাঁর সংসদে হাজির হওয়ার দিন। তবে শুধু অধিবেশনে উপস্থিত হওয়া নয়, এদিন তিনি যোগ দেন কংগ্রেসের বিক্ষোভেও। তখনই পুরনো ঝাঁজে তাঁকে বলতে শোনা গেল, 'সরকার সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না।'
১০৫ দিন হেফাজতে থাকার পর গতকাল জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডির (ED) দায়ের করা INX মিডিয়া মামলায় জামিনের আবেদনে সম্মতি দেওয়া হয়। শীর্ষ আদালতের বিচারপতি আর ভানুমতী, এএস বোপান্না ও হৃষিকেশ রায়ের বেঞ্চ চিদম্বরমের জামিনের আবেদন মঞ্জুর করেন। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। জামিনে মুক্তি পাওয়ার পর আজ সকাল সকাল সংসদে হাজির হন কংগ্রেসের শীর্ষ নেতা। এনডিটিভির খবর অনুযায়ী, গান্ধী মূর্তির পাদদেশে দ্রব্যমূল্য বিশেষত পেঁয়াজের মূল্যবৃদ্ধির (Onion Price Hike) প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা। সেই বিক্ষোভেও সামিল হতে দেখা যায় চিদম্বরমকে। সাংবাদিকদের তিনি বলেন, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে একটিও চার্জ গঠিত হয়নি। যদিও মামলা সম্পর্কে কোনও মন্তব্য করেননি চিদম্বরম। তিনি এও বলেন, 'সরকার সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না।' আরও পড়ুন: Delhi Air Pollution: ক্রমশ বিপর্যয়ের চরম সীমায় পৌঁছাচ্ছে রাজধানীর দূষণ, রাত পোহালেই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা
তবে আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাক্ষীদের প্রভাবিত করা বা প্রমাণ নষ্ট করার চেষ্টা যেন কংগ্রেস নেতা (Congress Leader) না করেন। এই মামলা সম্পর্কে তিনি সাংবাদিকদের সামনে বা জনসমক্ষেও কোনও বিবৃতি দিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতিদের বক্তব্য থেকে পরিস্কার, সুপ্রিম কোর্টের নির্দেশ না নিয়ে আপাতত দেশ ছাড়তে পারবেন না চিদম্বরম।