Rahul Gandhi: কেমব্রিজে মন্তব্যের জের, রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ 'খারিজের' দাবি বিজেপি সাংসদের
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, রাহুল গান্ধী কেমব্রিজে গিয়ে যে মন্তব্য করেছেন, তাতে দেশের গণতন্ত্র ক্ষুন্ন হয়েছে। বিচার ব্যবস্থাও আঘাতপ্রাপ্ত হয়েছে। তার জেরেই রাহুল গান্ধীর সংসদের সদস্যপদ খারিজ করা হোক বলে দাবি নিশিকান্ত দুবের।
দিল্লি, ১৭ মার্চ: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের গণতন্ত্র যে কথা রাহুল গান্ধী বলেছেন, তার জেরে ক্ষোভে ফুঁসছে বিজেপি। রাহুল গান্ধীর (Rahul Gandhi) কেমব্রিজের মন্তব্যের জেরে তাঁকে যাতে সংসদে প্রবেশ করতে না দেওয়া হয়, তেমনই দাবি বিজেপির। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, রাহুল গান্ধী কেমব্রিজে গিয়ে যে মন্তব্য করেছেন, তাতে দেশের গণতন্ত্র ক্ষুন্ন হয়েছে। বিচার ব্যবস্থাও আঘাতপ্রাপ্ত হয়েছে। তার জেরেই রাহুল গান্ধীর সংসদের সদস্যপদ খারিজ করা হোক বলে দাবি নিশিকান্ত দুবের।
বিজেপি (BJP) সাংসদের দাবি, আমেরিক, ইউরোপে গিয়ে সে দেশের মানুষের সামনে ভারতবর্ষের গণতন্ত্রকে অপমান করেছেন রাহুল গান্ধী। সেই কারণেই রাহুল গান্ধীর সংসদের সদস্যপদ খারিজ করা হোক বলে দাবি করেন দুবে।
আরও পড়ুন: Kiren Rijiju Slams Rahul Gandhi: 'ভারত বিরোধীদের এক সুরে কথা বলছে', রাহুলকে তোপ রিজিজুর
প্রসঙ্গত রাহুল গান্ধীর কেমব্রিজের মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে বিজেপির একের পর এক সাংসদ, মন্ত্রী তোপ দাগতে শুরু করেছেন। অনুরাগ ঠাকুর, কিরণ রিজিজু থেকে স্মৃতি ইরানি, প্রত্যেেকেই রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব।